ভান্ডারা, ৯ জানুয়ারি: হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১০ নবজাতকের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালে (Bhandara District General Hospital)। রাত ২টো নাগাদ হাসপাতালের এসএনসি ইউনিটে (Sick Newborn Care Unit) আগুন লাগে। ইউনিটে ভর্তি থাকা সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে আগুনের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের পাশাপাশি জেলা কালেক্টর এবং ভান্ডারা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। ঘটনায় তিনি তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খন্দেট জানান, সিক নিউবর্ণ কেয়ার ইউনিটে ১৭ জন শিশু ভর্তি ছিলেন। শনিবার ভোরের দিকে একজন নার্স দেখেন ওয়ার্ড গিয়ে ধোঁয়া বের হচ্ছে। হাসপাতালের কর্মীরা শিশুদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। ১০ শিশু মারা গেছে, ৭ জন নিরাপদে আছে।" আরও পড়ুন: COVID-19 Vaccination in India: করোনা ভ্যাকসিন নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Maharashtra Chief Minister Uddhav Thackeray spoke to Health Minister Rajesh Tope as well as District Collector and Superintendent of Police of Bhandara district over the fire incident in District General Hospital. He has also ordered a probe: Chief Minister's Office (CMO) https://t.co/ERZuBxVlsk
— ANI (@ANI) January 9, 2021
প্রশাসন জানিয়েছে উদ্ধার করা সাত শিশুকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সুরক্ষাজনিত কারণে আইসিইউ ওয়ার্ড, ডায়ালিসিস উইং এবং লেবার ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র সরানো হয়েছে।