Meerut Building Collapse (Photo Credits: ANI)

মিরাট, ১৫ সেপ্টেম্বরঃ শনিবার রাতে বৃষ্টির মধ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে (Meerut) সাংঘাতিক দুর্ঘটনা। বহুতল ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একজনের বয়স ১ বছর। মিরাট জেলা প্রশাসনের তরফে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

বিগত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি  হচ্ছে (Uttar Pradesh Rain)। আর সেই বৃষ্টির জেরেই শনিবার রাতে মিরাটের জাকির কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পরে চারতলা পুরনো বাড়িটি (Meerut Building Collapse)। বসতি এলাকায় বাড়ি ভেঙে পড়ায় হইচই কাণ্ড বেঁধে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধারে হাত লাগান স্থানীয়রাও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর জন্যে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

তবে বৃষ্টির কারণে বারেবারে বিঘ্নিত হয় উদ্ধার কাজ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ১৪ জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধারও করা হয়। তবে উদ্ধারকাজ যত এগোল ধ্বংসাবশেষের নীচ থেকে মিলতে শুরু করল একে একে মৃতদেহ। রবিবার সকাল পর্যন্ত উদ্ধার হওয়া দেহের সংখ্যা পৌঁছে গেল ১০-এ। তাঁদের মধ্যে চারজন শিশু।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এও জানান, আহতদের চিকিৎসায় যেন কোন খামতি না থাকে।