ইররাগাদ্দার ইন্সিটিউট অব মেন্টাল হেলথ (ছবিঃX)

নয়াদিল্লিঃ হাসপাতালের (Hospital) খাবারে বিষক্রিয়া (Food Poison)। মৃত্যু এক রোগীর। আশঙ্কাজনক ৭০ জন। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের (Hyderabad) ইররাগাদ্দার ইন্সিটিউট অব মেন্টাল হেলথ হাসপাতালে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ। জানা গিয়েছে, সোমবার সকাল থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই হাসপাতালের রোগীরা। ঘন ঘন পায়খানা, বমির মতো উপসর্গ দেখা দেয়। খাবারে বিষক্রিয়ার জেরেই এমনটা ঘটে বলে অনুমান। মৃত্যু হয় এক রোগীর। এরপরই আশঙ্কাজনক অবস্থায় দুই রোগীকে ওসমানিয়া জেনারেসল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের অবস্থা স্থিতিশীল।

খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু ১ রোগীর, অসুস্থ ৭০

মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক অনুদীপ দুরিশেট্টি এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এ নরেন্দ্র কুমার। এছাড়া এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ। গোটা ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালের খাবারের নমুনা সংগ্রহ কওরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ মেডিসিনে। কীভাবে খাবারে বিষক্রিয়া হল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ওই হাসপাতালের চিকিৎসকেরা। অন্যদিকে ওই মানসিক হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। সেই অভিযোগের ভিত্ততেও তদন্ত হবে বলে জানা গিয়েছে।

হাসপাতালের খাবারে বিষক্রিয়া, মৃত্যু ১ রোগীর, অসুস্থ ৭০