India-China Border (Photo Credit: Twitter)

দিল্লি, ১৯ জুলাই: ফের চাঞ্চল্য ছড়াল ভারত-চিন সীমান্তে (Indo-China Border)। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কুরুং কামে জেলা থেকে নিখোঁজ ১৯ শ্রমিক। শুধু তাই নয়, কুরুং কামে জেলা থেকে ১ শ্রমিকের মৃত্যুর খবরও মিলেছে। চিন সীমান্তবর্তী এলাকার দামিনে কাজ করার সময় আচমকাই ওই ১৯ জন শ্রমিক নিখোঁজ হয়ে যান। গত সপ্তাহ থেকে নিখোঁজ তাঁরা। কী কারণে ওই ১৯ জন হঠাৎ বেপাত্তা হয়ে যান, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি স্পষ্টভাবে।

গত সপ্তাহে ওই ১৯ জন শ্রমিক ভারত-চিন সীমান্ত থেকে নিখোঁজ হওয়ার পর, একজনের মৃতদেহ উদ্ধার করা হয় নদী থেকে। উত্তর-পূর্বের জেলাগুলির সীমান্ত এলাকায় পাঁচিল তৈরির কাজের সময় আচমকাই ওই ১৯ জন শ্রমিক নিখোঁজ হন বলে খবর। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দামিনে কাজ করার সময় নদীর জলে ভেসে যান ওই ১৯ শ্রমিক। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য মেলেনি।

আরও পড়ুন:  Rahul Gandhi: 'বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে ধ্বংস করছে বিজেপি', জিএসটি বৃদ্ধিতে তোপ রাহুলের

অসমর্থিত সূত্রে খবর, ভারত, চিন সীমান্তে কর্মরত শ্রমিকরা ইদের ছুটি চেয়েছিলেন কন্ট্রাক্টরের কাছে। কিন্তু তিনি ছুটি দেননি। এরপরই ওই ১৯ শ্রমিক পালিয়ে যান। কাজের জায়গা থেকে পালাতে গিয়ে ওই ১৯ জন নদীর জলে ভেসে যান বলে খবর মিলছে।