
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সামরিক বাহিনীর পরাক্রমকে সম্মান জানাতে ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। এবার সিকিমের রাজধানী গ্যাংটকে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। শুক্রবার আবার সিকিমের প্রতিষ্ঠা দিবসও। সিকিমের ৫০-তম স্থাপনা দিবস উপলক্ষ্যে সিকিম ক্রান্তিকারী মোর্চা এদিন গ্যাংটকের এম জি মার্গ থেকে পালজোর স্টেডিয়াম পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করে। এই র্যালির মাধ্যমে 'অপারেশন সিঁদুরের' জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানানো হয়।
Sikkim Krantikari Morcha organise 'Tiranga Rally' in Gangtok on 50th statehood day, extend support to Indian Armed Forces
Read @ANI Story | https://t.co/miSEbu58gF#SKM #SikkimKrantikariMorcha #TirangaRally pic.twitter.com/pEUrUvHAkJ
— ANI Digital (@ani_digital) May 16, 2025
সিকিম ক্রান্তিকারী মোর্চার কার্যকরী সভাপতি কুঙ্গা নিমা লেপচা বলেছেন, "আজ ৫০-তম রাজ্য প্রতিষ্ঠা দিবসও। রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদানের জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাতে চাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের বিজয়ের সম্মানে মুখ্যমন্ত্রী আমাদের এই তিরঙ্গা যাত্রা আয়োজনের নির্দেশ দিয়েছিলেন। তাই, এটি কেবল সমগ্র দেশের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করার জন্য এবং অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যা একরকমভাবে সন্ত্রাসীদের কার্যকলাপকে নীরব করে দিয়েছে, যারা এত অমানবিক এবং নৃশংস ছিল। তাই, আজ আমরা এখানে সমগ্র দেশের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করতে এসেছি।"
কী বললেন সিকিম ক্রান্তিকারী মোর্চার কার্যকরী সভাপতি কুঙ্গা নিমা লেপচা
#WATCH | Gangtok, Sikkim: Sikkim Krantikari Morcha (SKM) working president Kunga Nima Lepcha says, "Today is the 50th Statehood Day too. I would like to express my gratitude and best wishes to all the people for attending this historic attainment of 50 years of Statehood. CM had… https://t.co/NhIwMTBXMT pic.twitter.com/C3gNorrlZz
— ANI (@ANI) May 16, 2025
৫০ তম সিকিম দিবসে তিরঙ্গা র্যালির আয়োজন
#WATCH | On the 50th Statehood Day of Sikkim today, a Tiranga rally from MG Marg to Paljor Stadium in Gangtok was held by Sikkim Krantikari Morcha. The rally also extended support to the Indian Armed Forces for #OperationSindoor. pic.twitter.com/NjTuSX2Qaj
— ANI (@ANI) May 16, 2025