ভাইরাল ভিডিয়ো (ছব্বিঃX)

নয়াদিল্লিঃ  স্পাইডার ম্যান (Spiderman)সেজে স্টান্ট করতে গিয়ে বিপত্তি পুলিশের চোখে ধরা পড়তেই ১৫ হাজার টাকা জরিমানা দিতে হল যুবককে ঘটনাটি ঘটেছে ওড়িশার রৌরকেল্লায় স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তাঘাটে বাইক নিয়ে কেরামতি দেখানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে শুধু তাই নয়, যুবকের মোটরসাইকেলে বিশেষ সাইলেন্সর লাগানো থাকায় বিকট শব্দে স্থানীয়দের ঘুম ওড়ে বিরক্তিত বোধ করেন স্থানীয়রা। এলাকায় বেশ হইচই পড়ে যায়। 

গোটা ঘটনা নজরে আসে পুলিশের। এরপরই এলাকায় তল্লাশই চালিয়ে  ওই যুবককে আটক করে পুলিশ। হেলমেট ছাড়া এভাবে বিপজ্জনক স্টান্ট করার দায়ে ওই যুবককে আটক করা হয় বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেলটি তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় হেলমেট না পরে বাইক চালানো, প্রকাশ্যে বিপজ্জনক স্টান্ট, গাড়িতে রিবর্তিত সাইলেন্সার ব্যবহার এবং গতিসীমা লঙ্ঘন করার অভিযোগে তাঁকে এই বিপুল অঙ্কের জরিমানা করা হয়

স্পাইডারম্যান সেজে রাস্তায় বাইক নিয়ে কেরামতি, পুলিশের চোখে পড়লেই ১৫ হাজার টাকা জরিমানা যুবককে