Air India Flight (Photo Credit: ANI/X)

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার (Air India Flight Crash) জেরে মৃত্যু হয়েছে ৪ জুনিয়র চিকিৎসকের। শনিবার এমনই তথ্য প্রকাশ্যে আনল বি জে মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা যাচ্ছে, এই চার পড়ুয়ার ঘটনার সময় হাসপাতালের ক্যান্টিনে খাচ্ছিলেন। নিহতদের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন এমবিবিএস পড়ুয়া। যাদের মধ্যে ১১ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ৮ জন পড়ুয়ার অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে, ফলে তাঁদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনায় ওই ক্যাম্পাসে অবস্থিত চিকিৎসক ও তাঁদের পরিবারের বসবাসকারী ভবনেও আগুন লাগে। যার জেরে মৃত্যু হয়েছে আরও ৪ জনের।

দুর্ঘটনায় হতাহতদের পরিসংখ্যান দিল অ্যাসোসিয়েশন

জানা যাচ্ছে, ওই ক্যাম্পাসে অবস্থিত অত্যুলম ভবনটি হোস্টেল লাগোয়া ছিল। ওই ভবনে সুপার স্পেশালিটি চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যরা বসবাস করছিলেন। এই দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সেই বহুতলটি। দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। এবং অন্য একটি পরিবারের এক সদস্য গুরুতর জখম হয়েছেন। আহত মহিলা এক চিকিৎসকের স্ত্রী। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও এই ঘটনায় একাধিক স্থানীয় বাসিন্দা ও হোস্টেল কর্মীদের মৃত্যু হয়েছে। তাঁদের তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেস বিবৃতি

এদিকে এই দুর্ঘটনার পর থেকে জুনিয়র চিকিৎসকদের মৃত্যু নিয়ে গুজব বা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সেই সমস্ত খবরকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বি জে মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। শনিবার তাঁরা সাংবাদিক বৈঠক করে হতাহতদের তালিকা প্রকাশ করে।