নতুন দিল্লি, ২১ অক্টোবর: কংগ্রেস কর্মী-সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে ভোটের ময়দানে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। আগামী ১৩ নভেম্বর কেরলের ওয়ানাড় লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়বেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা। তার আগে বুধবার, ২৩ অক্টোবর ওয়ানাডে গিয়ে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা। প্রিয়াঙ্কার মনোনয়ন পেশকে কেন্দ্র করে বড় মিছিলের আয়োজন করছে কেরলের কংগ্রেস নেতৃত্ব। দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কার মনোনয়নে উপস্থিত থাকবেন। দাদা রাহুল গান্ধীও মনোনয়ন জমা দেওয়ার সময় প্রিয়াঙ্কার পাশেই থাকবেন। মা সোনিয়া গান্ধী, স্বামী রবার্ট বঢ়রাও থাকতে পারেন।
রাজনীতিতে এলেও প্রিয়াঙ্কা কিছুতেই ভোটে লড়ছিলেন না। জোর জল্পনা চলছিল, চলতি বছর লোকসভায় হয়তো আমেথি বা রায়বারেলি থেকে লড়বেন তিনি। কিন্তু সোনিয়া গান্ধীর কন্যা দলীয় কর্মী-সমর্থকদের হতাশ করে সেবারও ভোটে লড়েননি। কিন্তু রায়বারেলি ধরে রেখে ওয়ানাড লোকসভা থেকে পদত্যাগ করেন ২০২৪ লোকসভায় দুটি আসন থেকে জেতা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। দাদা রাহুলের ছেড়ে আসা ওয়ানাড থেকে প্রিয়ঙ্কাকে দাঁড় করায় কংগ্রেস। আরও পড়ুন-আশীর্বাদের ৬ মাস পর গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ উদ্ধার, ভাইরাল সুইসাইড নোট
প্রিয়াঙ্কার বিরুদ্ধে সিপিআই প্রার্থী করেছে সাথিয়ান মোকেরি আর বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন রাজ্যে দলের মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ পদে থাকা নেত্রী নাভিয়া হরিদাস-কে। গত দুটি লোকসভা নির্বাচনে এখান থেকে বেশ বড় ব্যবধানে জিতেছিলেন রাহুল গান্ধী। ওয়ানাড়ে ২০১৯ লোকসভায় রাহুল ৬৫ শতাংশ ও ২০২৪ ভোটে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি ভোট পান। প্রথমবার সংসদে যাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। কংগ্রেসের দাবি, রেকর্ড ভোটে জিতে সংসদে যাবেন প্রিয়াঙ্কা।