লাড্ডু শুদ্ধিকরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি তিরুপতির লাড্ডু(Tirupati Laddoo) সরগরম রাজনীতি। ওয়াইএসআর কংগ্রেস আমলে তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি মিশ্রিত ঘি ব্যবহার করা হত বলে বিস্ফোরক অভিযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু(CM N Chandrababu Naidu)। এই মন্তব্যের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)পর্যন্ত। শীর্ষ আদালতে জমা পড়েছে পিটিশন। এই ইস্যুতে পিটিশন দাখিল করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, রাজ্যসভার সাংসদ তথা টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি ও ঐতিহাসিক বিক্রম সম্পথ এবং দুষ্যন্ত শ্রীধর। আজ, ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই পিটিশনগুলির শুনানি হয়। এদিন আদালতের শুনানিতে অস্বস্তি বাড়াল চন্দ্রবাবুর। বিচারপতি সাফ জানান, উপযুক্ত প্রমাণ ছাড়া তদন্ত সাপেক্ষ বিষয়ে ম্যখ্যমন্ত্রীর মন্তব্য করা উচিত নয়। এদিন শুনানিকালে বিচারপতি গভাই অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতাগিকে বলেন, "মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ। সেই পদে থাকা ব্যক্তি ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখবেন, এটাই প্রত্যাশিত।" প্রসঙ্গত, কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, কংগ্রেস আমলে তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরিতে মাছের তেল, গরু, শুয়োরের চর্বি দিয়ে বানানো ঘি ব্যবহার করা হত। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

 তিরুপতি লাড্ডু বিতর্কে মন্তব্য সুপ্রিম কোর্টের