Assam Floods.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ৫ জুলাই: অসমে (Assam) বন্যা (Flood) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ব্রক্ষ্মপুত্রের জল বাড়তে শুরু করায় অসমের প্রায় ২২ লক্ষ মানুষ ক্রমশ অসহায় হয়ে পড়েছেন। ব্রক্ষ্মপুত্রের জল বাড়ায় বন্যা পরিস্থিতি যখন খারাপ হতে শুরু করে, সেই সময় অসমের অন্য নদীগুলিতেও জলস্তর  ক্রমশ বাড়ছে। বিপদসীমা দিয়ে বইছে অসমের প্রায় প্রত্যেকটি নদী। অসমের ডিব্রুগড়ের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ডিব্রুগড়ে যান পরিস্থিতি খতিয়ে দেখতে।

জানা যাচ্ছে, গত ৮ দিন ধরে ডিব্রুগড়ে বিদ্যুৎ সরবারহ বন্ধ। ফলে বন্যার মাঝে গাঢ় অন্ধকারে ডুবে রয়েছে ডিব্রুগড়। অসমের মানুষের পাশাপাশি পশুপাখির অবস্থাও খারাপ হচ্ছে. কাজিরাঙা অভয়ারণ্য প্রায় ডুবন্ত। ফলে বন্যার জলে ভেসে যেতে শুরু করেছে একাধিক পশু। ফলে কাজিরাঙা ছেড়ে স্থানীয় গ্রামে অসহায় পড়ছে গন্ডার থেকে হরিণ, প্রায় বহু পশু।

দেখুন...

 

অসমে উদ্ধার কাজ শুরু করেছেন জওয়ানরা...

 

ডুবন্ত গবাদি পশু বাঁচাতে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে লাফিয়ে পড়ছেন জলে। দেখুন ভিডিয়ো...