দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে ভরসার আর এক নাম এনডিআরএফ। উত্থানের সময় থেকেই দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক বা পরিস্থিতি সব ক্ষেত্রেই মানুষকে সাহায্য করার ক্ষেত্রে বরাবরই যেন প্রস্তুত এনডিআরএফের টিম। বন্যা, ঝড়, ভূমিকম্প সবেতেই নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের মন জয় করেছে। তবে শুধু দেশই নয়, দেশের বাইরেও এনডিআরএফ টিমের কাজ প্রশংসা পেয়েছে। তুরস্কে এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে সেদেশের মানুষকে সাহায্য করতে সেখানে রওনা দিয়েছে এই টিম। তবে এই প্রথম নয়। এই নিয়ে চতুর্থবার দেশের বাইরে কোন বিপর্যয়ে সহযোগীতার হাত বাড়াতে এগিয়ে গেল এনডিআরএফ।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বাইরে বেশ কয়েকটি বিপর্যয় সামলেছে এনডিআরএফ। জাপানে ২০১১ তে বিধ্বংসী বিপর্যয়ের সময় সেখানে উদ্ধারকাজে হাত লাগাতে পৌছে গেছে এই টিম। এর পর ২০১৫ ভুটানের নদীতে উদ্ধারকার্য চালানোর সময় সেখানেও পৌছে যায় এই এনডিআরএফের লড়াকু দল ।
এরপর নেপালের ভূমিকম্পেও বিশেষ ভূমিকা নিতে দেখা যায় এই টিমকে। তুরস্কে ইতিমধ্যেই সাহায্যের জন্য পৌছে গিয়েছে এনডিআরএফ। ১০১ দলের সদস্যের দল দুভাগে সেখানে পাঠানো হয়েছে। যার মধ্যে ৫১ সদস্যের দল ইতিমধ্যেই আদানা এয়ারপোর্টে অবতরন করেছে। এবং অপর ৫০ জনের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে তুরস্কের পথে।
গুরমিন্দর সিং এর তত্বাবধানে তুরস্কে ইন্ডিয়ান এম্ব্যাসির সহযোগীতায় এবং স্থানীয়দের নিয়ে উদ্ধারকার্য চালাবে ১০১ জনের এই এনডিআরএফের টিম।