গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর: শেষকৃত্য সম্পন্ন হল জ়ুবিন গর্গের (Zubeen Garg Last Rites)। মঙ্গলবার অসমে (Assam) শেষকৃত্য সম্পন্ন হয় জনপ্রিয় গায়কের। জ়ুবিনের মৃতদেহের সামনে বসে ভেঙে পড়েন স্ত্রী গরিমা। কাঁদতে শুরু করেন আকুল নয়নে। গরিমাকে শান্ত করার চেষ্টা করেন তাঁর ঘনিষ্ঠরা। গুয়াহাটির বাইরে কামারকুচি এন সি গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয় জ়ুবিন গর্গের।
গুয়াহাটি হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় জ়ুবিন গর্গের। দ্বিতীয়বার ময়নাতদন্তের পর জ়ুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে বিদায় জানানো হয় অসমের প্রিয় ছেলেকে। অসম পুলিশের (Assam Police) গান স্যালুটের মাধ্যমে শেষ যাত্রায় বিদায় জানানো হয় জ়ুবিন গর্গকে। পরিবার, ঘনিষ্ঠদের পাশাপাশি জ়ুবিনের অসংখ্য অনুরাগী কান্নায় ভেঙে পড়েন। প্রিয় জ়ুবিন দাকে চোখের জলেই তাঁরা শেষ বিদায় জানান।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, সর্বানন্দ সোনওয়াল, কিরণ রিজিজুর মত মন্ত্রীরা হাজির হয়ে জ়ুবিন গর্গকে শেষ বিদায় জানান। হাজার হাজার মানুষ শ্মশানের বাইরে হাজির হন জ়ুবিন গর্গকে শেষবারের মত দেখতে। যেখানে চোখের জলের সঙ্গে 'লং লিভ জ়ুবিন' বলে যেমন স্লোগান ওঠে, তেমনি 'জয় জ়ুবিন দা' বলেও বহু মানুষ গায়ককে শেষ বিদায় জানান। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেনি গোটা দেশ। জ়ুবিনকে শেষ বিদায় জানানো হলেও, তাঁর গান যে অমর হয়ে থাকবে, তা অসমবাসীর চোখের জল থেকেই স্পষ্ট।
জ়ুবিনের মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী গরিমা...
#WATCH | Kamrup, Assam | Assamese Singer Zubeen Garg's wife, Garima Saikia Garg, breaks down during the cremation rituals of her husband, Zubeen Garg, at a crematorium in Kamarkuchi NC village
(Source: DIPR) pic.twitter.com/SIZmuuYtQj
— ANI (@ANI) September 23, 2025
শুক্রবার সিঙ্গাপুরে গিয়ে মৃত্যুরো কোলে ঢলে পড়েন জ়ুবিন গর্গ। সিঙ্গাপুরে (Singapore) নর্থইস্ট ফেস্টিভালে হাজির হলে, সেখানে স্কুবা ডাইভে যান গায়ক। জলে নামতেই তাঁর শ্বাস বন্ধ হয়ে যায়। কোনওক্রমে জ়ুবিন গর্গকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকরা জ়ুবিনকে মৃত বলে ঘোষণা করেন।