Zubeen Garg's Wife Garima (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ সেপ্টেম্বর: জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জ়ুবিন গর্গের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে তরজা তুঙ্গে। আর এসবের মাঝে জ়ুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জ়ুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থের যে ব্যবহার, তা অত্যন্ত রহস্যজনক বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। সিদ্ধার্থের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলে, সামনে আসেন গায়কের স্ত্রী গরিমা (Zubeen Garg Wife Garima)।

জ়ুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থের উপর থেকে অভিযোগ তুলে নেওয়া হোক। সিদ্ধার্থ জ়ুবিনের ভাইয়ের মত। তাই জ়ুবিনের শেষ যাত্রায় যাতে সিদ্ধার্থকে হাজির থাকতে দেওয়া হয়, সে বিষয়ে অবেদন জানান প্রয়াত গায়কের স্ত্রী গরিমা।

গরিমা আরও বলেন, অসমের মানুষ জ়ুবিনকে অত্যন্ত ভালবাসেন। আর জ়ুবিনও রাজ্যের মানুষকে প্রাণ দিয়ে ভালবাসতেন। তাই জ়ুবিনের শেষকৃত্যে যাতে শান্তি বজায় থাকে, সেই আবেদন জানান গরিমা। জ়ুবিনের শেষকৃত্যে যাতে কোনও ধরনের অসুবিধা বা অশান্তি না ছড়ায়, তার আবেদন জানান গরিমা।

শুনুন হাত জোড় করে কী আবেদন জানালেন গরিমা...

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Zubeen Garg Death: জ়ুবিন গর্গের মৃত্যুতে রহস্যজনক ছায়া, কী হয়েছিল গায়কের সঙ্গে

সিঙ্গাপুর এবং জ়ুবিনের মৃত্যু 

গত শুক্রবার সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যাল উপলক্ষ্যে সেখানে যান জ়ুবিন গর্গ।  শুক্রবার রাতে ছিল গায়েকর অনুষ্ঠান। তবে তার আগে জ়ুবিন যখন স্কুবা ডাইভে যান, সেই সময় জলের মধ্যে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

সেই সময় জ়ুবিনকে জল থেকে তোলে সিঙ্গাপুর পুলিশ। তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানেই জ়ুবিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।