Singing Icon Zubeen Garg. (Photo Credits:X)

দিল্লি, ২২ সেপ্টেম্বর: জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের রিপোর্ট সামনে আসেনি। তার মাঝেই জনপ্রিয় গায়েকের মৃত্যুতে রহস্য লুকিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে একাধিক মহলের তরফে। ফলে জ়ুবিনের আপ্ত সহায়ক বা সব সময়ের সঙ্গী সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। জ়ুবিনের মৃত্যুর পর ভাইরাল হতে শুরু করেছে একটি স্ক্রিনশট। যেখান প্রয়াত গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ যে কথা বলেছেন, তা নিয়ে অনেকেই সন্ধিগ্ধ।

আরও পড়ুন: Zubeen Garg's Footprints Preserved: জ়ুবিনের মৃত্যুতে কাঁদছে গোটা অসম, প্রিয় গায়কের পায়ের ছাপ সংরক্ষণ করা হল কীভাবে দেখুন

এসবের পাশাপাশি আরও একাধিক প্রশ্ন উঠছে জ়ুবিনের মৃত্যুতে সিদ্ধার্থের ভূমিকা নিয়ে

অসুস্থ জ়ুবিনকে কেন একা হাতে হাসপাতালে নিয়ে গেলেন তাঁর আপ্ত সহায়ক সিদ্ধার্থ?

জ়ুবিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর ভাই সন্দীপনকেও সঙ্গে নেননি সিদ্ধার্থ। কেন সিদ্ধার্থ সন্দীপনকে ছাড়াই জ়ুবিনকে হাসপাতালে নিয়ে যান?  প্রশ্ন তুলছেন অনেকে।

জ়ুবিনের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক বলে দাবি করছেন অনেকে।