Zubeen Garg Dies: সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে হাজির হয়েই দুর্ঘটনা ঘটে গেল। দেশ থেকে শত শত কিলোমিটার দূরে গিয়ে আর অসমে ফিরতে পারলেন না জ়ুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল জ়ুবিন গর্গের। শুক্রবার রাতে সিঙ্গাপুরে ছিল জ়ুবিন গর্গের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আগে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে জ়ুবিন গর্গ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কী কারণে জ়ুবিন গর্গের মৃত্যু
জানা যায়, জ়ুবিন গর্গ স্কুবা ডাইভিং করতে সমুদ্র নামলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সমুদ্রের নীচ থেকে উদ্ধার করা হয়। সমুদ্রের নীচ থেকে জ়ুবিন অসুস্থ জ়ুবিন গর্গকে উদ্ধার করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নর্থইস্ট ইন্ডিয়ার তরফে কী জানানো হয়েছে
ঙ্গে সঙ্গে জ়ুবিনকে জল থেকে উদ্ধার করে সিপিআর দেওয়া হয়। সিপিআর দিয়েই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওা হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির পরপরই জ়ুবনি গর্গকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জ়ুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। বিশেষ করে অসমে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জ়ুবিন গর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেন।