Zubeen Garg Dies: প্রয়াত জ়ুবিন গর্গ (Zubeen Garg Dies)। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে গিয়ে হঠাৎ করেই প্রয়াত হন জ়ুবিন গর্গ। শুক্রবার স্থানীয় সময় দেড়টা নাগাদ জ়ুবিন গর্গের মৃত্যুর খবর মেলে। অসমের তথা বলিউডের জনপ্রিয় গায়কের মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যাচ্ছে, নর্থইস্ট ফেস্টেভ্য়াল উপলক্ষ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়বিন গর্গ। গুয়াহাটির একটি কোম্পানির তরফে গায়ককে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। শুক্রবার রাতে সিঙ্গাপুরে ছিল জ়ুবিন গর্গের অনুষ্ঠান। তার আগে স্কুবা ডাইভিংয়ে যান জ়ুবিন। স্কুবা ডাইভিংয়ে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়ক। সঙ্গে সঙ্গে তাঁকে সমুদ্র থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নয়ের দশকে উঠে আসেন জ়বিন গর্গ। অসমের ছেলে তরতরিয়ে জনপ্রিয়তা পান বলিউডে। ২০০৬ সালে যখন জ়ুবিন গর্গের গলায় ইয়া আলি শোনা যায়, সেই সময় যেন মানুষ উদ্বেল হয়ে উঠতে দেখা যায়। তারপর থেকে জ়ুবিন গর্গকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
অসমের মন্ত্রী অশোক সিঙ্ঘাল আজ জ়ুবিন গর্গের মৃত্যুর খবরে সিলমোহর বসান। জানান, সিঙ্গপুরে গিয়ে মৃত্যু হয় জ়ুবিন গর্গের।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম হয় জ়ুবিন গর্গের। মেঘালয়ের তুরায় জন্ম হয় তাঁর। তারপর সঙ্গীতে আগ্রহী জ়ুবিন অসমের বাইরে বলিউডে তাঁর খ্যাতি প্রতিপত্তি অর্জন শুরু করেন একের পর এক সব বিখ্যাত গানের মাধ্যমে। জ়ুবিন তো চলে তো গেলেন, রেখে গেলেন তাঁর সব কালজয়ী গান।
দেখুন জ়ুবিন গর্গের জনপ্রিয় সেই গানের তালিকা...
জ়ুবিন গর্গের অন্যতম গান ইয়া আলি
ক্রিশের দিল তু হি বাতা গেয়েও সমান জনপ্রিয়তা পান জ়ুবিন
নমস্তে লন্ডনের দিলরুবা-ও গেয়েছেন জ়বিন গর্গ
দম মারো দম থেকে জানা হ্যায়-র মত জনপ্রিয় গান শোনা যায় জ়ুবিন গর্গের গলায়
আই সি ইউ থেকে শুভহা শুভহা গাইতেও শোনা যায় জ়বিন গর্গকে
ক্যানভাসের জনপ্রিয় গান পিয়া মোরেও শোনা যায় জ়ুবিনের গলায়
দিল তো দিওয়ানা হ্যায়-এর ধুপ খিলে তব তুম মুসকুরাও গেয়েছেন জ়ুবিন
লন্ডন ড্রিমসের শোলা শোলা গাইতে শোনা যায় জ়ুবিন গর্গকে
এমন আরও বহু গান গেয়ে শ্রোতার মন জয় করে নেন জ়ুবিন গর্গ। আর এবার সেই জ়বিনের প্রাণ কেড়ে নিল সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং।