Kylie Jenner (Photo Credit: Instagram)

দিল্লি, ৪ মে:  নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয় মেট গালার (Met Gala)  অনুষ্ঠান। যেখানে হাজির হন বিশ্বের তাবড় তারকারা। মেট গালার লাল গালিচায় একের পর এক তারকার ছবি নিয়ে জোর জল্পনা শুরু হয়। যার মধ্যে অন্যতম কাইলি জেনার। আমেরিকান মডেল অভিনেত্রী যে পোশাক পরে মেট গালায় হাজির হন, তা দেখে রসুনের পলি ব্যাগের সঙ্গে তুলনা করে একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা। এমনকী, ওই পলি ব্যাগের মধ্যে রাখলে রসুনের রূপ খুলছে না সুন্দর দেখাচ্ছে কাইলি জেনারকে (Kylie Jenner) ? এমনও প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় দর্শকদের জন্য।

অনলাইন ফুড ডেলিভারি সংস্থার ওই প্রশ্নের উত্তরে অনেকে হেসে ফেলেন। তবে কেউ কেউ বলতে শুরু করেন, কাইলির তুলনায় পলি ব্যাগের মধ্যে রসুনকেই বেশি ভাল লাগছে। কেউ আবার বলতে শুরু করেন, রসুনের মধ্যে কোনও প্লাস্টিক নেই কিন্তু কাইলির সারা অঙ্গে প্লাস্টিক সার্জারি।

আরও পড়ুন:   Russia-Ukraine War: ন্যাটো অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করলে ফল ভুগতে হবে, সতর্ক করল রাশিয়া

 

View this post on Instagram

 

সবকিছু মিলিয়ে আমেরিকার টিভি তারকার মেট গালার ছবি নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে।