কলকাতা, ২৪ জুন: টলিউডের (Tollywood) 'লেডি সুপরাস্টার' বলা হয় তাঁকে। আর সেই কারণেই পরপর ২ সন্তানের মা যেন তিনি হয়েছেন, তেমনি চুটিয়ে সিনেমাও করে যাচ্ছেন এক নাগাড়ে। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বর্তমানে টলিউডের এক নম্বর নায়িকা বললেও অত্যুক্তি হয় না। সবে সবে মুক্তি পেয়েছে গৃহপ্রবেশ। যে ছবিতে একেবারে অন্যরকম রূপে দেখা যাচ্ছে শুভশ্রীকে। গৃহপ্রবেশ মুক্তি পেতেই শুভশ্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।
গৃহপ্রবেশের পর মুক্তি পাচ্ছে ধূমকেতু। এই ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শুভশ্রী। দীর্ঘ ৯ বছর পর মুক্তি পাচ্ছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ওই সিনেমা। ২৩ জুন ধূমকেতুর টিজ়ার মুক্তি পায়। অগাস্টেই সিনেমার মুক্তি। ধূমকেতুর টিজ়়ার মুক্তি পাওয়ার পর দেব, শুভশ্রীর অনুরাগীরা আপ্লুত। দেব, শুভশ্রীকে আবার নতুন করে পর্দায় একসঙ্গে দেখা যাবে, এই ভাবনায় আকুল তাঁদের অসংখ্য অনুরাগী।
টলিউড জুড়ে যখন ধূমকেতু ফিভার চলছে, সেই সময় সামনে এল শুভশ্রীর একটি ভিডিয়ো। যেখানে শুভশ্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেড়াতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেন। শুভশ্রীর নতুন ভিডিয়ো দেখে তাঁর অনুরাগীরা একের পর এক মন্তব্য করেন। সেই সঙ্গে নায়িকাকে ভালবাসায় ভরিয়ে দেন।