Rahul Vaidya-Disha Parmar: বিয়ের পর রাহুল-দিশার জমকালো রিসেপশন যেন তারায় ভরা, দেখুন
রিসেপশনে রাহুল, দিশা

মুম্বই, ১৭ জুলাই: দীর্ঘদিনের বান্ধবী দিশা পারমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাহুল বৈদ্য (Rahul Vaidya)। শুক্রবার মুম্বইতে বসে বিয়ের আসর। নিয়ম রীতি মেনে বিয়ের পর ১৬ জুলাই রাতেই দিশা, রাহুলের রিসেপশনের আসর বসে। যেখানে এক্কেবারে অন্যরকম লুকে ধরা পড়েন টেলি অভিনেত্রী দিশা পারমার (Disha Parmar)।

দেখুন...

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

রাহুল বৈদ্য, দিশা পারমারের রিসেপশনে টেলি টাউনের একাধিক তারকা হাজির হন। অ্যালি গনি, জ্যাসমিন ভাসিনরা যেমন রাহুল, দিশার বিয়ের আসরেও ছিলেন, তেমনি রিসেপশনেও তাঁদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari), সানা মকবুল, বিশাল আদিত্য, অনুষ্কা সেন, মিকা সিংদের দেখা যায় রাহুল, দিশার রিসেপশনের আসরে।

আরও পড়ুন: Rahul-Disha এর বিয়ে, দেখুন গ্ল্যামারাস অনুষ্ঠানের ঝলক

তবে কোভিডের (COVID 19) গেরোয় কাছের আত্মীয় এবং বন্ধুদের নিয়েই রিসেপশন হয় রাহুল বৈদ্য এবং দিশা পারমারের।