কলকাতা, ১৫ অগাস্ট: স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল রঘু ডাকাত-এর (Raghu Dakat) টিজ়ার। রঘু ডাকাত-এ একেবারে অনন্য রূপে দেখা যাচ্ছে দেব-এর (DEV)। সঙ্গে রয়েছেন সোহিনী সরকার, অনির্বান ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়রা। ইংরেজ এবং জমিদারের চাবুকের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দেবের এই রঘু ডাকাতের রূপের টিজ়ার বের হতেই তা দর্শকের মন কেড়ে নিয়েছে।
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় রঘু ডাকাত আসছে, তা ২০২১ সালেই ঘোষণা করা হয়েছিল। ব্লক বাস্টার খাদান-এর পর রঘু ডাকাত-এও আবার দেখা যাচ্ছে ইধিকা পালকে। সঙ্গে রয়েছেন শক্তিশালী সোহিনী সরকার এবং অনির্বান ভট্টাচার্যের মত অভিনেতা।
চলতি বছর পুজোর সময়ই মুক্তি পাবে দেবের রঘু ডাকাত।
দেখুন রঘু ডাকাতের টিজ়ার...
বর্তমানে দেব অভিনীত ধূমকেতু চলছে রমরমিয়ে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমায় দেব, শুভশ্রীর জুটিকে দেখার জন্য সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে দর্শক উপচে পড়তে শুরু করেছে। মুক্তির পরপরই যখন ধূমকেতু ২কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে, সেই সময় রঘু ডাকাতের টিজ়ার হাজির। যেখানে দেবকে দেখতে মানুষ আরও আগ্রহী হয়ে উঠেছেন।
ফলে রঘু ডাকাতের টিজ়ার সামনে আসার পর থেকে দর্শক ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দেবকে। ভারতের পাশাপাশি বাংলাদেশের (Bangladesh) একাধিক মানুষকেও দেখা যায়, রঘু ডাকাতের টিজ়ার দেখে উচ্ছ্বসিত। ফলে ওপার বাংলার মানুষও যে দেবের রঘু ডাকাত দেখতে আগ্রহী, তা কার্যত স্পষ্ট।
দেখুন রঘু ডাকাতের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের দর্শকও...
