বিবেকহীন টুইটের সমালোচনায় সরব বলিউডের একাংশ। (Photo Credits: Twitter)

মুম্বই, ২১ মে: মিম বিতর্কে কোণঠাসা বলিউড অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। আগামী শুক্রবার, ২৪ মে নরেন্দ্র মোদীর আত্মজীবনীমূলক সিনেমা 'পিএম নরেন্দ্র মোদী'(PM Narendra Modi)-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেব বিবেক। কিন্তু তার আগে বড় বিতর্কে জড়িয়ে বিবেক ওবেরয় অস্বস্তিতে। গতকাল বিবেক দেশের ভোটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন ( Aishwarya Rai )-কে জড়িয়ে টুইটারে বিতর্কিত একটি মিম শেয়ার করেন। তাতে ঐশ্বর্য-র পুরো সম্পর্কের প্রসঙ্গ তুলে বিবেক নিজেই বিতর্ক ডাকেন। বিবেকের মিমে ঐশ্বর্য-অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যার ছবিও দেখা যায়। এই মিম-এর জন্য নোটিশও হাতে পান বিবেক। পাশাপাশি বলিউডে তার সহ অভিনেতারাও বিবেককে আক্রমণ করেন। গতকাল সোনম কাপুর বলেছিলেন আচরণ অসহ্যকর এবং ক্লাসলেস। বিবেক পাল্টা সোনমকে আক্রমণ করে বলেছিলেন,'সোনম আপনি আপনার ছবিগুলিতে ওভার অ্যাক্টিং এবং যে কোনও বিষয়ে ওভার রিঅ্যাক্ট করা বন্ধ করুন। এই পোস্ট কারও সেন্টিমেন্টে আঘাত করেছে বলে আমার মনে হয় না। যাঁরা মিমে রয়েছেন, তাঁদের কোনও সমস্যা নেই, এদিকে পাড়াপড়শির ঘুম নেই!'

বিতর্কের পর বিবেক এই মিম ডিলিট করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। উর্মিলা মাতলন্ডকর থেকে সিমি আগরওয়াল, গওহর খানের মত সেলেবরা বিবেকের সমালোচনা করেছেন।

অন্য একটি টুইটে গওহর খান বিবেককে কটাক্ষ করে লেখেন তোমার আচ্ছে দিন কবে আসবে!

সিমি আগরওয়ালও বিবেকের সমালোচনা করেন

নিজের বলিউডে কামব্যাকে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করে বাজি ধরেছেন বিবেক। প্রধানমন্ত্রীর আত্মজীবনীমূলক সিনেমা 'পিএম নরেন্দ্র মোদী' (PM Narendra Modi)-র মুক্তি ২৪ মে, শুক্রবার। ভোটের ফলপ্রকাশের পরদিন মোদীর ভূমিকায় অভিনয় করা বিবেক ওবেরয় ) বড় পর্দায় কামব্যাক করছেন। ওমুঙ্গ কুমারের এই সিনেমার আত্মপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি। ভোটের মুখে এই সিনেমার রিলিজের কথা থাকলেও, কমিশনের আপত্তিতে তা পিছিয়ে যায়। সিনেমায় নরেন্দ্র মোদী-র উত্থানের কাহিনি দেখানো হয়েছে। সেই সিনেমার মুক্তির আগে সলমন খান, ঐশ্বর্য রাই (Aishwarya Rai), অভিষেক বচ্চন -কে নিয়ে একটা মিম শেয়ার করে ট্রোলড হলেন বিবেক ওবেরয়। লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলের সঙ্গে সল্লু-অ্যাশের প্রেম কাহিনি জড়ালেন বিবেক।