Urfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জুন:  উদয়পুরে (Udaipur Killing) হিন্দু ব্যক্তি খুনের ঘটনায় প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। উদয়পুরের দর্জি কানাইয়ালালের খুনের ঘটনায় এবার মুখ খুললেন মডেল অভিনেত্রী ঊরফি জাভেদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে মুখ খোলেন ঊরফি (Urfi Javed)। 'আমরা সব কোথায় যাচ্ছি' বলে প্রশ্ন তোলেন ঊরফি। সেই সঙ্গে আল্লা কখনও তাঁর নাম নিয়ে কাউকে হত্যা করার অনুমতি দেন না। হিংসা ছড়ানোর নির্দেশও দেন না বলে মন্তব্য করেন বিগ বস ওটিটির এই প্রাক্তন প্রতিযোগী।

এসবের পাশাপাশি ঊরফি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরও একটি পোস্ট শেয়ার করেন। ধর্মের নাম করে মানুষ কেন একে অন্যের ক্ষতি করছে এবং ঘৃণা ছড়াচ্ছে বলে প্রশ্ন তোলেন ঊরফি জাভেদ। কেন শিক্ষা, মহিলাদের ক্ষমতায়ন, ধর্ষণ প্রতিরোধ, দেশের জিডিপি এসব নিয়ে কথা বলা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন ঊরফি।

বর্তমানে ধর্মই মানুষের সসব বোধ, বুদ্ধি ধংস করে দিচ্ছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।