Two Actress Sexually Harassed: ছবির প্রমোশনে যৌন হেনস্থার শিকার ২ অভিনেত্রী, অভিযোগ আসতেই শোরগোল
Representational Image | (Photo Credits: Eric Ward/Unsplash)

কোঝিকোড়, ২৮ সেপ্টেম্বর: শনিবার রাতে ছবির প্রমোশনে গিয়ে শ্লীলতাহানির শিকার (Sexually Harassed ) হলেন দুই অভিনেত্রী (Actress)। ছবির প্রমোশনের জন্য শপিং মলে যেতেই দুই অভিনেত্রীকে জোর করে জাপটে ধরার অভিযোগ ওঠে। এমনকী, ভিড়ের মধ্যে দুই অভিনেত্রীকে স্পর্শের অভিযোগও করা হয়। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শনিবারের শপিং মলের ঘটনা তুলে ধরেন মালায়লম ফিল্মের দুই অভিনেত্রী। শনিবার শপিং মলে দুই অভিনেত্রীর সঙ্গে অসভ্যতা করলে, এক অভিযুক্তকে ভিড়ের মধ্যে তাঁরা চড় কষান বলে জানা যায়। ওই দুই অভিনেত্রী নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শনিবারের ঘটনার বিবরণ দিলে, সংশ্লিষ্ট শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুঁসে উঠতে শুরু করেন অনেকে।

আরও পড়ুন: Ban on PFI: নিষিদ্ধ হোক PFI, RSS-কেও করা হোক 'ব্যান', দাবি কেরলে

অভিনত্রীদের ডেকে নিয়ে কীভাবে এই ধরনের আচরণ করা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠেন নেটিজেনদের একাংশ।