Taarak Mehta Ka Ooltah Chashmah: বিদেশ ভ্রমণে গিয়ে বিপত্তি, দুর্ঘটনায় আহত অভিনেত্রী মুনমুন দত্ত
Munmun Dutta (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ নভেম্বরঃ বিদেশের মাটিতে গিয়ে পা ভেঙে বসলেন 'তারক মেহতা কা উলটা চশমা' (Taarak Mehta Ka Ooltah Chashmah) খ্যাত অভিনেত্রী মুনমুন দত্ত (Munmun Dutta) ওরফে ববিতা। মুনমুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজের আহত হওয়ার খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

অভিনেত্রী জানান, জার্মানিতে ঘুরতে এসেই ঘটে বিপত্তি। বাঁ পায়ের হাঁটুতে গুরুত্বর চোট পেয়েছেন তিনি। বিদেশের মাটিতে ঘুরতে গিয়ে আহত হওয়ার ফলে তড়িঘড়ি দেশে ফিরতে বাধ্য হন তিনি। পছন্দের অভিনেত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তাঁর দ্রুত আরগ্যের কামনা করছেন ভক্তরা।