আয়রার সঙ্গে সৃজিত, মিথিলা, ছবি ট্যুইটার, ইনস্টাগ্রাম

কলকাতা, ৬ জুলাই: আয়রাকে পাশে নিয়ে ছবি শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর রাজকুমারীর চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন তিনি। এমনই জানাান জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আয়রাকে নিয়ে ছবি শেয়ার করেন সৃজিত (Srijit Mukherji)।

সবে সবে মেয়ে আয়রাকে নিয়ে ঢাকা (Dhaka) থেকে কলকাতায় ফেরেন মিথিলা (Rafiath Rashid Mithila)। প্রায় ৩ মাস বাংলাদেশে কাটানোর পর মেয়েকে নিয়ে কলকাতায় ফেরেন মিথিলা। করোনা এবং লকডাউনের (Lockdown) জেরে গত ৩ মাস ধরে কলকাতায় (Kolkata) ফিরতে পারেননি রাফিয়াত রশিদ। ফলে ওই সময় মেয়েকে নিয়ে বাংলাদেশেই কাটাতে হয় তাঁকে। করোনার জেরে বাংলাদেশে যখন করোনা সংক্রমণ শিখর ছুঁতে শুরু করেছে, সেই সময় সময় সুযোগ বুঝে কলকাতায় ফেরেন বাংলাদেশের এই অভিনেত্রী, সমাজকর্মী।

আরও পড়ুন:  Mukul Roy: শেষরক্ষা হল না, চেন্নাইতে প্রয়াত মুকুল রায়ের স্ত্রী

কলকাতায় ফেরার পর এবার কি আয়রার চোখে অস্ত্রোপচার করাবেন সৃজিত, মিথিলা! তেমনই ইঙ্গিত দিলেন জনপ্রিয় পরিচালক।