প্রয়াত সত্যজিতের ‘বিমলা’৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার দুপুরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা প্রবীণ অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ কিডনির অসুখে ভুগছিলেন তিনি৷ এই অসুস্থতার কারণে গতমাসেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে৷ টানা ২৫দিন হাসপাতালে ছিলেন৷ সেখানেই তাঁর ডায়ালিসিস চলছিল৷ ক্রমে সুস্থ হয়ে উঠছিলেন প্রবীণ অভিনেত্রী৷ আচমকাই ছন্দপতন৷ বুধবার দুপুরে সমস্তরকম সুস্থতা অসুস্থতার ঊর্ধ্বে চলে গেলন৷ রেখে গেলেন স্বামী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও কন্যা সোহিনী সেনগুপ্তকে৷ গত ২২ মে ৭০ বছর পূর্ণ করে ৮১-এ পা দিয়েছিলেন স্বাতীলেখা৷
১৯৮৪ সালে সত্যজিৎ রায়ের ঘরেবাইরে ছবিতে বিমলা-র চরিত্র দিয়ে তাঁর অভিনয়ের য়াত্রা শুরু৷ জীবনভর বাংলা থিয়েটারকে অসামান্য অভিনয় উপহার দিয়েছেন তিনি৷ মঞ্চাভিনেত্রী হিসেবে জিতে নিয়েচে সংগীত নাক অ্যাকাডেমি, নাট্য অকাদেমি-র পুরস্কার৷ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি দর্শক দারুণ জমে৷ একথা প্রথমেই বুঝতে পারেন সত্যজিৎ রায়৷ তাই প্রথম ছবি ঘরেবাইরে-তে স্বাতীলেখার বিপরীতে সৌমিত্রকে অভিনয় করতে দেখা গিয়েছিল৷ তবে এরপর দুজনকে বহুদিন একসঙ্গে সেলুলয়েডের পর্দায় দেখা যায়নি৷ একেবারে জীবন সায়াহ্নে শিবপ্রসাদ ও নন্দিতা-র ‘বেলাশেষে’ ছবিতে দেখা গেল সৌমিত্র স্বাতীলেখাকে৷ হোক না দেরি, পুরোনো চাল তো ভাতে বাড়বেই৷ হলও তাই, ‘বেলাশেষে’ দারুণ সফল৷ মারকাটারি অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত৷ আরও পড়ুন-Baishakhi Sovan Banerjee: জামাইষষ্ঠীতে facebook চমক, ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’
অনুরাগীদের আগ্রহে এই ছবির সিক্যুয়েলও তৈরি করালেন শিবপ্রসাদ ও নন্দিতা৷ ছবির নাম ‘বেলাশুরু’৷ তবে দুঃখের বিষয়, ছবিমুক্তির আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন দুই প্রথিতযশা অভিনয় ব্যক্তিত্ব৷ গত নভেম্বরে করোনা পরবর্তী জটিলতায় চলে গেলেন সৌমিত্রবাবু৷ আর আজ চলে গেলেন তাঁর নায়িকা স্বাতীলেখা সেনগুপ্ত৷