সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ২৬ অক্টোবর: আরও সঙ্কটজনক অবস্থা প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)। রয়েছেন এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার জন্যই সাহায্য নেওয়া হচ্ছে এই পদ্ধতির। প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল করোনা আক্রান্ত অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা। প্রথমে করোনামুক্ত হওয়ার পর বেশ চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন।

শরীরের সমস্ত রকমের প্যারামিটারগুলি ঠিকঠাক কাজ করছিল। আচমকাই তাঁর মস্তিষ্কে স্নায়ুঘটিত সমস্যা শুরু হয়। ক্রমশ আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন অভিনেতা। ফের স্টেরয়েড চালু হলেও পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। আগে তাঁকে অক্সিজেন দেওয়ার দরকার পড়ছিল না। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে চিকিৎসকরা সৌমিত্রকে ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা করা হয়। দেশবিদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ক্রমশ পরামর্শ চলতে থাকে। আরও পড়ুন, আজ বিজয়া দশমী, বিসর্জনে শহরজুড়ে নির্দিষ্ট ২৪ টি ঘাটে থাকছে কড়া নিরাপত্তা; দায়িত্বে থাকছেন ৩ হাজার পুলিশ কর্মী

বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার চেষ্টা করা হচ্ছে বর্ষীয়ান অভিনেতার। স্বাভাবিকের চেয়ে শরীরে ইউরিয়ার পরিমাণ বেশি রয়েছে তাঁর। কমছে প্লেটলেট, তাই অন্ত্রে রক্তক্ষরণের আশঙ্কা চিকিৎসকদের। এছাড়াও ক্রমশ বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুর সমস্যা।