সন্তু মুখার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ১২ মার্চ: চলে গেলেন অভিনেতা সন্তু মুখার্জি (Santu Mukherjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার রাতে দক্ষিণ কলকাতার গলফক্লাব রোডের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি বেশ অসুস্থ হয়ে পড়েন। গত ৪ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। সুস্থ বোধ করায় বাড়িতে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন জানা যায়, ক্যানসারে ভুগছেন অভিনেতা। সেই সঙ্গে চড়া মাত্রার সুগার। এমনিতে হাইপার টেনশনের রোগী ছিলেন সন্তু মুখার্জি।

তবে অসুস্থ থাকলেও বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করছিলেন তিনি। একের পর এক ধারাবাহিকে তাঁকে দেখা যায়।  ১৯৫১ সালের ১৭ জানুয়ারি সন্তু মুখার্জির জন্ম। তপন সিংহের রাজা ছবিতে অভিনয় দিয়েই বাংলা সিনেমার জগতে পা রেখেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে বৈকুণ্ঠের উইল, মান অভিমান, দেবদাস, সংসার সীমান্তে, অগ্নিপথ, হেমন্তের পাখি, মালঞ্চ, সপ্তসুর, শেষ বিচার, স্বামী স্ত্রী প্রভৃতি। রেখে গেলেন দুই মেয়ে স্বস্তিকা ও অজপাকে। স্বস্তিকা মুখার্জি বাংলা সিনেমার পরিচিত মুখ। সন্তু মুখার্জির ভাই সুমন্ত মুখার্জি খ্যাতনামা অভিনেতা। আরও পড়ুন- Kolkata Shocker: দোলের দিনে প্রকাশ্যে মদ্যপানের সঙ্গে কটূক্তি, প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের

কয়েক বছর আগেই চলে গিয়েছেন স্ত্রী গোপা মুখার্জি। মারণ রোগ শরীরেই একের পর এক ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছিলেন। তাঁর এই চলে যাওয়াকে মেনে নিতে পারছে না টলিপাড়ার শিল্পীমহল। প্রায় সকলেই শোকস্তব্ধ। সন্তু মুখার্জি অভিনীত শেষ ধারাবাহিক মোহর। ভাল চরিত্র পেলে তিনি না করতেন না। বাবার অসুস্থতার মাঝেও শুটিং করে যাচ্ছিলেন স্বস্তিকা। বাড়ি ফিরলে বাবা আছেন। আজ থেকে আর থাকবেন না। বুধবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে সন্তু মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়।