আবারও অসুস্থ হয়ে পড়লেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অসুস্থতার পর তাঁকে আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর গায়ে জ্বর রয়েছে। সর্দি- কাশি রয়েছে। যে কারণে বুকে কফ জমেছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। করোনা (Corona Virus) পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি। তাঁর বয়স হয়েছে প্রায় ৮০। হাসপাতালে আপাতত চিকিৎসাধীন। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গেছে।