কলকাতা, ২৮ অক্টোবর: কোজাগরি লক্ষ্মীপুজো এলেই সবার আগে টলিপাড়ার অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী অপরাজিতা আঢ্যর নাম চলে আসে। কিন্তু এবার লক্ষ্মীপুজোর আগেই এলো দুঃসংবাদ। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অপরাজিতা আঢ্য। তাঁর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। লক্ষ্মীপুজোর আগেভাগেই সংক্রামিত হয়ে পড়ায় বাড়ির পুজো থেকে নিজেকে সরিয়েই রাখছেন অভিনেত্রী। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা সংক্রামিত কি না তা এখনও জানা যায়নি। এদিকে করোনা আক্রান্ত হয়ে দিন ২০ আগে হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। তিনি করোনামুক্ত হলেও এখনও কো-মর্বিডিটির কারণে শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো সাড়া দিচ্ছে না। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। আরও পড়ুন- Kaun Banega Crorepati 12: পুরস্কারের টাকায় স্ত্রীয়ের মুখের প্লাস্টিক সার্জারি করাতে চান, কেবিসি-১২ প্রতিযোগীর মন্তব্যে হতবাক অমিতাভ বচ্চন
মহামারী করোনার দাপটে আগেই আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিং রানে। মা দীপা মল্লিক। বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে তাঁরা প্রত্যেকেই করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন। এই তালিকায় রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীও। তিনিও করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বাদ পড়েননি টেলিঅভিনেতা অভিনেত্রীরাও। ভিভান ঘোষ, দেবযানী মুখ্যোপাধ্যায় করোনায় সংক্রামিত হন। তবে তাঁরা ইতিমধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে সংক্রমণ। মৃত্যুর হারও ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে আশার বিষয়, পুজোর সময় বাইরে বেরিয়ে আনন্দ করায় রাশ টেনে সংক্রমণকে কিছুটা হলেও রুখে দেওয়া গিয়েছে। এদিকে দেশের সামগ্রিক করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভাল দৈনিক সংক্রমণ ৪৩ হাজারের কিছু বেশি। মোট সংক্রামির সংখ্যা প্রায় ৮০ লাখ। তবে সুস্থতার তালিকায়ও যথেষ্ট দীর্ঘ।