Nusrat Jahan: মা হচ্ছেন, আত্মবিশ্বাসী নুসরত জাহান
নুসরত জাহান, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২৬ অগাস্ট: বৃহস্পতিবারই নাকি মা হবেন নুসরত জাহান (Nusrat Jahan)। শোনা যাচ্ছে এমন খবর। বুধবার রাতে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি হন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP)। বিশেষ বন্ধু যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে অনুরাগীদের উদ্দেশে বার্তা শেয়ার করেন নুসরত। ভয় সরিয়ে বিশ্বাস দৃঢ় হচ্ছে। এমনই মন্তব্য করতে দেখা যায় নুসরতকে।

সমস্ত সমালোচনা, কটাক্ষ সরিয়ে নুসরত নিজের শর্তে বাঁচতে শুরু করেছেন। নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদর খবর ছড়ানোর পর জোরদার সমালোচনা শুরু হলে, মন শক্ত করার বার্তা দেন নুসরত। সেই সঙ্গে মাঝে মধ্যেই বেবি বাম্পের ছবিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: Taliban: রাষ্ট্রসংঘে কর্মরত কর্মীদের মারধর তালিবানের, পরিস্থিতি দুর্বিসহ আফগানিস্তানে

 

View this post on Instagram

 

তাঁকে দেখে সমালোচনাও কম হয়নি। তবে সব ধরনের সমালোচনাকে দূরে সরিয়ে এবার মা হচ্ছেন নুসরত জাহান। যা নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।