Swastika Mukherjee On Twitter: স্বস্তিকার 'রাম' টুইট ঘিরে জল্পনা, বিজেপিতে যোগ দেওয়ার পথে অভিনেত্রী?
Photo Source: Instagram/ Twitter

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ২১-র বিধানসভা নির্বাচনের (2021 West Bengal Assembly Election) প্রাক্কালে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখনই টলিউড ঘিরে উত্তেজনা তুঙ্গে। ২১-র নির্বাচনে বাংলা দখল বিজেপির এখন একমাত্র লক্ষ্য, ইতিমধ্যেই টলি তারকাদের নিজেদের দলে টানছে কেন্দ্রীয় নেতৃত্ব। এরমধ্যেই টলিউডের হার্টথ্রব স্বস্তিকা মুখার্জির (Swastika Mukherjee) মুখে 'রাম-নাম' (Ram's Tweet)। কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন স্বস্তিকা, এবার সেই অভিনেত্রীই বিজেপির (BJP) দিকে ঝুঁকছেন! ২৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় টুইট করেন স্বস্তিকা মুখার্জি।

টুইটে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লেখেন, "রাম তোমার। রাম আমার। ভুতের মুখে পরলেও রাম নাম। শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম। অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্র তত্র সর্বত্র।"স্বস্তিকার কমেন্ট বক্সে 'জয় শ্রীরাম' থেকে শুরু করে 'রাম রাম' কমেন্টে ছয়লাপ, ঝড়ের গতিতে ভাইরাল পোস্টটি।

এরমধ্যেই স্বস্তিকার 'রাম-টুইট' নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়, জল্পনা ক্রমশ বাড়ছে। অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁকে, কোনও কিছুর সঙ্গেই আপোষ করতে রাজি নন অভিনেত্রী। প্রসঙ্গত এর আগেও অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে টুইট করে বিতর্ক উস্কে দিয়েছিলেন স্বস্তিকা মুখার্জি।