কলকাতা, ২৯ এপ্রিল: তৃণমূল কংগ্রেসের (TMC) প্রয়াত সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল করোনায় (Corona) আক্রান্ত। কোভিডে আক্রান্ত হওয়ার পর বর্তমানে নন্দিনী পালের অবস্থা বেশ গুরুতর বলে পোস্ট করেন সুদীপা চট্টোপাধ্যায়।
টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) যে শুধু নন্দিনী পালের (Nandini Paul) অসুস্থতার খবর প্রকাশ করেন তাই নয়, এই কঠিন সময়ে মমতা বন্দ্য়োপাধ্যায় পাল পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত অভিনেতার কন্যা সোহিনীর পাশে দাঁড়িয়েছেন বলে তাঁকে ধন্যবাদ জানান সুদীপা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে (CM) ধন্যবাদ জানানোর স্পর্ধা তাঁর নেই তবে ঈশ্বর যেন তাঁর মঙ্গল করুন বলে পোস্ট শেয়ার করেন 'রান্নাঘরের রানি'।
স্বর্গীয় শ্রী তাপস পালের স্ত্রী-নন্দিনী পাল,কোভিডে আক্রান্ত,খুবই critical,ও চিকিৎসাধীন।তাঁর অসহায় একমাত্র মেয়ে- Sohini...
Posted by Sudipa Chatterjee on Tuesday, April 27, 2021
সুদীপা চট্টোপাধ্যায়ের সেই পোস্ট দেখে একের পর এক মন্তব্য প্রকাশ্যে আসতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাপস পালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তেমন করে যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, তাহলে ছবিটা অন্যরকম হত বলে মন্তব্য করেন অনেকে।
কেউ কেউ বলতে শুরু করেন, সুদীপা চট্টোপাধ্যায় কিংবা নন্দিনী পালরা সমাজের প্রতিপত্তিসম্পন্ন মানুষ। তাঁদের পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিক। পাশপাশি কোভিডের জেরে সাধারণ মানুষের জীবন যখন আতঙ্কগ্রস্থ হয়ে রয়েছে, সেই সময় সুদীপা একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের কথা বলে কেন সেটিকে অরাজনৈতিক পোস্ট বলে দাবি করছেন, এমন প্রশ্নও তোলেন অনেকে।
যদিও একের পর একসমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি সুদীপা চট্টোপাধ্যায়।