কলকাতা, ২৫ নভেম্বর: সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) সুস্থ আছেন। তিনি সব্যসাচীর সঙ্গে রয়েছেন এবং থাকবেন। সব্যসাচীকে নিয়ে কেউ ভুল খবর ছড়াবেন না। শুধু তাই নয়, যাঁরা সব্যসাচীকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁদের কথায় কেউ বিব্রত হবেন না বলে মন্তব্য করেন সৌরভ দাস। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সৌরভ দাস সব্যসাচী চৌধুরীকে নিয়ে পোস্ট শেয়ার করে তাঁর বন্ধু এবং ঐন্দ্রিলার পরিবারকে শান্তিতে থাকতে দিন বলে মন্তব্য করেন। প্রসঙ্গত ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)মৃত্যুর পর থেকে একাধিক খবর ছড়াতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় একাধিক খবরের জেরে শেষ পর্যন্ত মুখ খুললেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)।
সব্যসাচী চৌধুরীর কাছের বন্ধু সৌরভ দাস। তাই ঐন্দ্রিলা যখন অসুস্থ এবং তাঁকে নিয়ে যখন ভুয়ো খবর ছড়াতে শুরু করে, তখনও সৌরভ সবাইকে সতর্ক করেন। ঐন্দ্রিলা চলে যাওয়ার আগে থেকেই বন্ধু সব্যসাচীর হাত শক্ত করে ধরেন সৌরভ। পাশাপাশি এও জানিয়ে দেন, যাঁরা ভুয়ো খবর ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
গত রবিবার প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা। টানা ২০ দিনের লড়াই শেষ করে চলে যান অভিনেত্রী। ঐন্দ্রিলার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা টলিউড জুড়ে।