দেখতে দেখতে দুর্গা পুজো শেষ। মনে বিষাদের সুর বাজিয়ে বিদায় নিয়েছে মা দুর্গা। মায়ের বিসর্জনের পরেই শুরু হয় বিজয়ার পালা। তাই রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ড্রইং রুমে চাঁদের হাট। বিজয়ার আড্ডায় তারকার মেলা। টলি পাড়ার অন্যতম চর্চিত তারকা সম্পতি হলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ( Subhashree Ganguly)। প্রতিবছরই তারকা দম্পতি তাঁদের কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাটে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে বিজয়া সম্মিনীর আয়োজন করেন। অন্যথা হল না এইবারেও। অন্তঃসত্ত্বা নায়িকা বিজয়ায় আড্ডার এলাহি ব্যবস্থা করেন। রাজ-শুভশ্রীর বাড়ির বিজয়া সম্মিলনীর ছবি ধরা দিয়েছে তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে। অতিথি হয়ে এসেছিলেন কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিং রানে, পরমব্রত চট্টপাধ্যায়, চুর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, তাঁদের ছেলে উজান গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল প্রমুখরা।
বিজয়ার আড্ডার ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, 'আসছে বছর আবার হবে'।
দেখুন...
View this post on Instagram
দিন কয়েক আগেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীতে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Raj-Subhashree)। বুম্বাদার 'বিজয়ার আড্ডায়' টলি পাড়ার সব তাবড় তাবড় তারকাদের দেখা মিলেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, কোয়েল, রুপম ইসলাম সহ আরও অনেকে।