Photo Source: Wikipedia

কলকাতা, ২৯ এপ্রিল: ইরফানের মৃত্যুতে শোকের ছায়া বলিউড থেকে টলিউডে। ইরফান খানের মৃত্যুটা যেন কেউ মেনেই নিতে পারছেন না। টলিউডেও আজ শোকের ছায়া। টুইটে আফসোস করলেন পরিচালক সৃজিত মুখার্জি। টুইটে বলেন, 'ইরফান খানের সঙ্গে কাজ করা হল না!'

লকডাউনের মাঝেই ক্যান্সার কাবু করল তাঁকে। জীবনযুদ্ধে হেরে গেলেন ইরফান খান। ২৯ এপ্রিল সকালে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পরই স্তব্ধ হয়ে যায় সিনেজগত। একের পর এক টুইট ভেসে উঠতে থাকে টুইটারে। পরিচালক সৃজিত মুখার্জি বলেন, 'যেমন আমার মারা যাওয়ার আগে নাসিরুদ্দিন শাহ, আশা ভোঁসলে আর অল্প হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে করা হয়ে গেছে। তেমনি হল না ঋতুদাকে অ্যাসিস্ট করা বা ইরফান খানের সঙ্গে কাজ করা। তিনি একজন কিংবদন্তী অভিনেতা ছিলেন।'

বাংলাদেশের ছবি ডুব-এ পার্নোর সহ-অভিনেতা ছিলেন ইরফান খান। একমাত্র বাংলা ছবি হিসেবে ডুব-এই অভিনয় করেছেন ইরফান। তাঁর বিপরীতে ছিলেন পার্নো মিত্র। পার্নো টুইটে লিখেছেন, 'ইরফান এমন একজন মানুষ, যাকে আমি শ্রদ্ধা করি। সহ-অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। খুব মিস করব ইরফান আপনাকে। ভাল থাকবেন।'

টুইটে শোকপ্রকাশ করলেন আবির চ্যাটার্জি।

শোকপ্রকাশ করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

টুইট করেন পরিচালক রাজ চক্রবর্তী।

লাইফ ইন এ মেট্রো-তে ইরফানের সঙ্গে কাজ করেছেন কঙ্কনা সেন শর্মা।

দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে জটিল রোগে ভুগছিলেন ইরফান খান। তাঁর এই কঠিন লড়াইয়ে সর্বক্ষণ পাশে ছিলেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার। একবার জাতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে ইরফান জানিয়েছিলেন, অভিনয়ের ক্লাস থেকেই সুতপার সঙ্গে পরিচয় তাঁর। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। তবে, দীর্ঘদিনের এই লড়াই আজ শেষ। গোটা দুনিয়া যেন হারাল এক মহৎ শিল্পীকে।