কলকাতা, ২৯ এপ্রিল: ইরফানের মৃত্যুতে শোকের ছায়া বলিউড থেকে টলিউডে। ইরফান খানের মৃত্যুটা যেন কেউ মেনেই নিতে পারছেন না। টলিউডেও আজ শোকের ছায়া। টুইটে আফসোস করলেন পরিচালক সৃজিত মুখার্জি। টুইটে বলেন, 'ইরফান খানের সঙ্গে কাজ করা হল না!'
লকডাউনের মাঝেই ক্যান্সার কাবু করল তাঁকে। জীবনযুদ্ধে হেরে গেলেন ইরফান খান। ২৯ এপ্রিল সকালে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পরই স্তব্ধ হয়ে যায় সিনেজগত। একের পর এক টুইট ভেসে উঠতে থাকে টুইটারে। পরিচালক সৃজিত মুখার্জি বলেন, 'যেমন আমার মারা যাওয়ার আগে নাসিরুদ্দিন শাহ, আশা ভোঁসলে আর অল্প হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে করা হয়ে গেছে। তেমনি হল না ঋতুদাকে অ্যাসিস্ট করা বা ইরফান খানের সঙ্গে কাজ করা। তিনি একজন কিংবদন্তী অভিনেতা ছিলেন।'
Jyamon aamar mara jawar aage Naseeruddin Shah, Asha Bhonsle aar olpo holeo Amitabh Bachchan er shonge kaaj kawra hoye gyache, tyamoni holo naa Rituda ke assist kawra baa Irfan Khan er shonge kaaj kawra.
One of the finest EVER. Actor, fighter. Rest in histrionics, amongst legends.
— Srijit Mukherji (@srijitspeaketh) April 29, 2020
বাংলাদেশের ছবি ডুব-এ পার্নোর সহ-অভিনেতা ছিলেন ইরফান খান। একমাত্র বাংলা ছবি হিসেবে ডুব-এই অভিনয় করেছেন ইরফান। তাঁর বিপরীতে ছিলেন পার্নো মিত্র। পার্নো টুইটে লিখেছেন, 'ইরফান এমন একজন মানুষ, যাকে আমি শ্রদ্ধা করি। সহ-অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। খুব মিস করব ইরফান আপনাকে। ভাল থাকবেন।'
A man I've admired , an actor I've looked upto and and a co actor I've loved working with. You will be missed @irrfank . May your soul rest in peace. pic.twitter.com/6Gplo9LMWq
— P (@parnomittra) April 29, 2020
টুইটে শোকপ্রকাশ করলেন আবির চ্যাটার্জি।
Depressing time becomes worse..one of the best artists we had..you have been an inspiration from my growing up years #IrfanKhan Love & respect from the deepest core of my heart..
— Abir Chatterjee (@itsmeabir) April 29, 2020
শোকপ্রকাশ করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
#IrrfanKhan my friend it’s too early for you. You were,you are and will be one of the finest actor in Indian Cinema. In this difficult time also the last movie I watched was your English Medium.And again I was amused by seeing your performance.Stay well my friend wherever you are
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) April 29, 2020
টুইট করেন পরিচালক রাজ চক্রবর্তী।
You were one of my most favourite actors. Your contributions to Indian Cinema has been immense. Your effortless portrayal of characters always left me spellbound. This sudden departure has left us all heartbroken. Hope you're in a better place. We will miss you. #RIP #IrrfanKhan pic.twitter.com/BQ94eR9yMp
— Raj chakraborty (@iamrajchoco) April 29, 2020
লাইফ ইন এ মেট্রো-তে ইরফানের সঙ্গে কাজ করেছেন কঙ্কনা সেন শর্মা।
Irrfan shone so bright that we all reflected in his glory. Who will we look to for such integrity again?
The world is a lesser place now. Thank you for having the courage to be yourself and unlocking worlds for us, Irrfan. We will remember you.
— Konkona Sensharma (@konkonas) April 29, 2020
দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে জটিল রোগে ভুগছিলেন ইরফান খান। তাঁর এই কঠিন লড়াইয়ে সর্বক্ষণ পাশে ছিলেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার। একবার জাতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে ইরফান জানিয়েছিলেন, অভিনয়ের ক্লাস থেকেই সুতপার সঙ্গে পরিচয় তাঁর। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। তবে, দীর্ঘদিনের এই লড়াই আজ শেষ। গোটা দুনিয়া যেন হারাল এক মহৎ শিল্পীকে।