Sauraseni Maitra: লন্ডনে সৌরসেনীর কাছে পৌঁছে গেলেন নুসরতের প্রাক্তন স্বামী নিখিলও? গুঞ্জন
Sauraseni Maitra, Nikahil Jain (Photo Credit: Instagram)

কলকাতা, ২৩ মে:  অভিনেত্রী সৌরসেনী মৈত্রর (Sauraseni Maitra) সঙ্গে লন্ডনে দেখা যাচ্ছে নিখিল জৈনকে (Nikhil Jain) ? এমনই একটি খবরে জল্পনা ছড়াতে শুরু করেছে টলিউডে। সৌরসেনী মৈত্র বেশ কিছুদিন ধরে লন্ডনে রয়েছেন শ্যুটের জন্য। সৌরসেনী লন্ডনে যাওয়ার পর সেখানে নিখিল জৈনও নাকি পৌঁছে গিয়েছেন। তবে  সৌরসেনী মৈত্র এবং নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নিখিলের বিচ্ছেদের পর থেকে একের পর এক জল্পনা ছড়ায়। নুসরত যখন যশের সঙ্গে ঘর বেঁধে সংসার করছেন, সেই সময় অভিনেত্রী ত্রিধার সঙ্গে নাম জড়ায় নিখিলের। আবার কখনও রাইমা সেনের সঙ্গেও নিখিলের নাম জড়িয়ে জোর গুঞ্জন শুরু হয়। তবে গুঞ্জন যতই মাথা চাড়া দিক না কেন, নিখিল প্রত্যেকবারই সৌরসেনী এবং রাইমাকে নিজের ভাল বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন:  Cannes 2022: কেন তাঁকে আমন্ত্রণ জানানো হল না কানের ভারতীয় প্যাভিলিয়নে? ক্ষোভ হিনা খানের

সৌরসেনী মৈত্রের ক্ষেত্রেও কি নিখিল বন্ধুত্বের কমা দিয়ে গুঞ্জনে ইতি টানবেন, আপাতত সেদিকেই তাকিয়ে অভিনেত্রীর অনুরাগীরা।