সংসদে মিমি-নুসরত(Photo Credit: Twitter)

কলকাতা, ২৮ মে: টলি পাড়ার দুই নায়িকা এখন গোটা দেশের আলোচনার বিষয়, সৌজন্যে লোকসভা নির্বাচন। মিমি চক্রবর্তী(Mimim Chakrobarty) ও নুসরত জাহান(Nusrat Jahan) যে আলোচনার বিষয় তা বোধহয় আর বলে দিতে হবে না। সোমবার অ্যাকসেস কার্ড নিতে সংসদে যান তৃণমূলের এই দুই তারকা সাংসদ। সেখানে দুজনেই পোজ দিয়ে ছবি তোলেন। তারপরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই উঠেছে সমালোচনার ঝড়। তবে দুই নায়িকার গুণগানও হয়েছে। বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা(Ramgopal Verma) দুই নায়িকার ছবিতে কমেন্ট করেছেন, দেখেও শান্তি।

শুধু কমেন্ট নয়, তাঁদের পুরনো একটি টিকটক ভিডিও টুইট করেছেন পরিচালক। নুসরত জাহানের বিয়ের খবর প্রকাশ্যে আসাতেই শুরু হয়েছে গুঞ্জন। বসিরহাটে সাড়ে তিন লক্ষ ভোট পেয়ে তৃণমূলের সাংসদ হয়েছেন নুসরত জাহান। এরপরই আজমেঢ় শরীফে খাজা বাবার দরগায় দোয়া নিতে যান তিনি। সেখান থেকে পৌঁছে যান সংসদে। সহকর্মী মিমির সঙ্গে সেখানেই দেখা হয় তাঁর, দুজনে বেশকিছু ছবি তোলেন। মিমি টুইটে সেই ছবি পোস্ট করে লেখেন ফার্স্ট ডে, হাতে ভিকট্রি সাইন। সাদা শার্ট ও ডেনিমে কী করে সাংসদে গেলেন মিমি, তানিয়ে সমালোচনা তুঙ্গে। অন্যদিকে নুসরত জাহান ফর্মাল পোশাকেই সংসদে গিয়েছেন, চৌহদ্দিতে দাঁড়িয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। একই সঙ্গে নিজের কেন্দ্র বসিরহাটের জনগণ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে ভোলেননি। এরপরেই শুরু হয়ে যায় আলোচনা সমালোচনা। কেউ বলেন বুড়ো সাংসদরা এবার বারবার পার্লামেন্টে যাবেন। কেউ কেউ দুজনের সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে আলোচনা করলেও অনেকেই তীব্র তিরস্কার করেছেন। সংসদে বাংলাকে হাসির খোরাক বানাতে নিষেধও করেছেন।