Dev Writes Poem For Rukmini: রুক্মিণীর মুখে হাসি ফোটাতেই মজার ছলে কবি হয়েছিলেন, অকপট স্বীকার দেবের
Photo Source: Twitter

কবিতা লিখলেন দেব (Dev)। সাংসদ-অভিনেতা দেবের লেখা কবিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বান্ধবী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই পোস্ট আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনয়ের দিক থেকে পারদর্শী তো তিনি বটেই! তবে তাই বলে কবিতা? বান্ধবীকে ইমপ্রেস করতে মাত্র ৫ মিনিটে একটি কবিতা লিখে ফেলেন অভিনেতা-সাংসদ দেব।

লকডাউনে সেভাবে এখনও শুটিং শুরু হয়নি। লকডাউন এড়াতে সেলেবরাও বাড়িতেই বন্দি। আর এই বন্দিদশায় সেলেব থেকে সাধারণ মানুষ। সকলেরই প্রতিভা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তবে, দেব এদিন নেহাতই মজা করে বান্ধবীকে খুশি করতে কবিতাটি লিখেছিলেন। কারণ দেবের সঙ্গে রুক্মিণীর কবিতা নিয়ে আলোচনা চলছিল। সেসময় কবিতার প্রতি রুক্মিণীর ভালবাসার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রী। আর এরপরই ৫ মিনিটে ভালবেসে বান্ধবীকে কবিতা লিখে উপহার দেন দেব।

রইল কবিতাটি, দেখুন ভিডিওতে-->

যদিও রুক্মিণীর কাণ্ড দেখে তাজ্জব অভিনেতা দেব। টুইটে পোস্ট করে জানালেন, রুক্মিণীর মুখে হাসি ফোটাতেই কবিতাটি লিখেছিলেন দেব। তবে এখন অনেকেই অনেক কারণে হাসছেন, সেটা বুঝতে পেরেও পুরো বিষয়টা মজার ছলেই নিয়েছেন দেব।