Aindrila Sharma And Her Sister (Photo Credit: Facebook)

কলকাতা, ২৩ নভেম্বর: ঐন্দ্রিলার (Aindrila Sharma) ছবি পোস্ট করে যেন কান্না ঝরে পড়ল প্রয়াত অভিনেত্রীর দিদির গলায়। 'বুনুকে' ছাড়া তিনি অসহায়। তাঁকে ছাড়া ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য যেন পঙ্গু। অনেকদিন হল এবার যেন ঐন্দ্রিলা তাঁর কাছে ফিরে আসেন। এবার এমনই পোস্ট শেয়ার করলেন ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঐন্দ্রিলার ছবি পোস্ট করে তিনি কেঁদে ফেলেন। এই ২৪ বছরে তিনি নিজের জন্য কিছু করতে শেখেননি। তাই ঐন্দ্রিলাকে ছাড়া তিনি কীভাবে জীবন কাটাবেন বলে পোস্ট করেন ঐশ্বর্য শর্মা। ঐন্দ্রিলার প্রতি তাঁর দিদির আকুলতা এবং স্নেহ যেন ফের আবেগপ্লুত করে তোলে অভিনেত্রীর অসংখ্য অনুরাগীকে।

গত রবিবার ২০ দিনের লড়াই শেষ করে চলে যান ঐন্দ্রিলা শর্মা। ক্যানসার সারিয়ে প্রথমে ব্রেন স্ট্রোক পরে অসংখ্য কার্ডিয়াক অ্যারেস্ট। একের পর এক ধাক্কায় শেষ পর্যন্ত কোমায় চলে যান ঐন্দ্রিলা। অনুরাগীদের সমস্ত ভালবাসা, প্রার্থনাকে বিফল করে দিয়ে প্রয়াত হন 'জীবন জ্যোতি' খ্যাত অভিনেত্রী।