Soumitra Chatterjee Health Update: সুস্থ হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রোগ কমানোর জন্য আর লাগছে না ওষুধ
সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ১৯ অক্টোবর: সুস্থ হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। আগের থেকে আরও কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। রোগ কমানোর জন্য ওষুধও আর দেওয়া হচ্ছে না। ধীরে ধীরে কমছে শারীরিক সমস্যাও। চোখ খোলার চেষ্টা করছেন বারবার। কথা বলারও চেষ্টা করছেন।

আজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেলভিউ সূত্রে খবর, মস্তিষ্কের 'এনসেফ্যালোপ্যাথি'-র গতিরোধ সফল হয়েছে। শুধুমাত্র রাতে অক্সিজেন মাত্রা স্বাভাবিক রাখতে বাইপ্যাপ ব্যবহার করা হচ্ছে। দিনের বেলা তা খুলে ফেলা হচ্ছে। রক্তচাপ ঠিক রাখতে ওষুধ দেওয়া হয়েছে। এখনও রাইস টিউব ব্যবহার করে তরল খাবার দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে নেওয়া হবে স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ। স্পিচ থেরাপিস্টের সাহায্য নেওয়ার চিন্তাভাবনা করছে হাসপাতাল। আরও পড়ুন, ফুসফুসের সমস্যা কেটেছে, মেয়ের সঙ্গে কথাও বললেন সৌমিত্র চ্যাটার্জি

কোভিড নেগেটিভ আসার পর থেকেই ধীরে ধীরে সুস্থ হতে থাকেন বাংলা ছবির এই বর্ষীয়ান অভিনেতা। দিনে চার লিটারের বেশি অক্সিজেন আর লাগছে না। মেয়ের সঙ্গেও এদিন কথা বলেছেন সৌমিত্রবাবু। এমনকী তাঁর আর জ্বরও আসেনি। করোনা সংক্রমণ নিয়ে গত সপ্তাহে দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।