Indubala Bhater Hotel

একটু ভালো করে দেখুন তো চিনতে পারছেন কিনা। এই বয়স্কা মহিলাকে আগে কোথাও দেখেছেন কিনা। নিশ্চয়ই দেখেছেন। আর দেখবেন না বা কেন। ছবির ওই ৮০ ঊর্ধ্ব মহিলা আদতে কোন বয়স্কা মহিলা নয়। আমার আপনার সকলের খুব পরিচিত একজন অভিনেত্রী তিনি।

কি এখনও চিনতে পারছেন না। ইনি হলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। এখন নিশ্চয়ই ভাবছেন অভিনেত্রীর এমন সাজের কারণ কী? তাহলে বলি স্পষ্ট করে। আসন্ন ছবির জন্যেই এমন সাজ নায়িকার। ৩২ এর নায়িকা হয়ে উঠেছেন ৮০ ঊর্ধ্ব। তবে দেখে কিন্তু বোঝার উপায় নেই একেবারেই। পরনে সাদা শাড়ি, মোটা কাঁচের চশমা, মাথায় ঠাসা পাকা চুলের ভারে শুভশ্রী হয়ে উঠেছেন ইন্দুবালা (Indubala)।

ইন্দুবালা ভাতের হোটেলঃ 

Indubala Bhater Hotel

আসন্ন ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’এর (Indubala Bhater Hotel) টিজার প্রকাশ্যে এসেছে রবিবার। তাতেই রাজ ঘরনির এমন লুক তাক লাগিয়ে দিয়েছে ভক্তকুলকে। ছবির পরিচালনায় রয়েছেন দেবালয় ভট্টাচার্য। কল্লোল লাহিড়ী রচিত উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর কাহিনী অবলম্বন করেই তৈরি হয়েছে ছবির গল্প।

‘পরিণীতা’ (Parineeta) থেকেই শুরু হয়েছে নায়িকা শুভশ্রী থেকে অভিনেত্রী শুভশ্রী (Subhashree Ganguly) হয়ে ওঠার যাত্রা। পরিণীতার পর বিসমিল্লা (Bismillah), ধর্মযুদ্ধর (Dharmajuddha) মতো ছবিগুলোতে রাজ পত্নী নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। তাই এই ছবিও শুভশ্রীর চলচ্চিত্র কেরিয়ারে এক মাইলফলক হয়ে থাকবে, এমনটাই আশা করা যাচ্ছে। আসন্ন মার্চে ওটিটি মঞ্চে মুক্তি পাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhater Hotel)।