Buddhadeb Dasgupta: ঘুমের মধ্যে প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
জানলা ছবির প্রিমিয়ারে বুদ্ধদেব দাশগুপ্ত (File Photo)

ঘুমের মধ্যেই প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর৷ দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন৷ গতকাল তাঁর ডায়ালিসিস হয়েছে৷ এছাড়াও বার্ধক্যজনতি অসুস্থতা ছিল তাঁর৷ বাড়ি থেকে একেবারে বেরতেন না৷ তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি৷ সকালে ডাকাডাকি করেও যখন তিনি দরজা খোলেননি৷ পরে চিকিৎসক এলে পরীক্ষা করে জানান সকাল ছটা নাগাদ প্রয়াত হয়েছেন এই বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক৷ ১৯৪৪ সালে পুরুলিয়ার আনোরা গ্রামে জন্ম হয় বুদ্ধদেব দাশগুপ্তের৷ স্কটিশচার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন৷ অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি

বাবা ছিলেন রেলের চিকিৎসক। তাই ছোটবেলা কেটেছে বিভিন্ন জায়গায়। তবে অধ্যাপনার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার একটা সুপ্ত ইচ্ছে তাঁর মনে ছিল৷ ১৯৬৮ সালে সেই ইচ্ছেপূরণ ঘটে তথ্যচিত্র পরিচালনার মধ্যে দিয়ে৷ চলচ্চিত্র পরিচালনার সূত্র করে বিদেশি পুরস্কার, জাতীয় পুরস্কার সবই রয়েছে বুদ্ধদেব দাশগুপ্তের ঝুলিতে৷ নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, বাঘ বাহাদুর, তাহাদের কথা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান-সহ আমি, ইয়াসিন আর আমার মধুবালা, বাংলা চলচ্চিত্রকে অসাধারণ সমস্ত ছবি উপহার দিয়েছেন তিনি৷ আরও পড়ুন-International Friendly Game: ইউরো কাপের আগে রোনাল্ডো ব্রুনোর দাপট, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধরাশায়ী ইজরায়েল

পরিচালকের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জানিয়েছেন। মমতার কথায়, “বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি৷”