মিমি চক্রবর্তী। Photo Source: Instagram

পরণে সাদা কুর্তা-পালাজো, মুখে সাদা মাস্ক- নিজের আবাসনের পুজোয় ধুনুচি নাচে মাতলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর (MP Mimi Chakraborty)। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নাচের সেই ভিডিও পোস্ট করেন মিমি। যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কখনও বাচ্চাদের সঙ্গে নিখাদ আড্ডা দিয়ে কিংবা কখনও আবাসনের বাসিন্দাদের হাত স্যানিটাইজ করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন মিমি।

হাইকোর্টের নির্দেশ মেনে এবং সংক্রমণ রুখতে সমস্ত করোনা বিধি মেনে কসবায় নিজের আবাসনের পুজোয় ঢাকের তালে হাতে ধুনুচি নিয়ে নাচলেন মিমি। আবাসনের এই পুজোতে বাইরের কোনও লোকের প্রবেশ ছিল নিষিদ্ধ, আবাসনের প্রতিবেশীদের সঙ্গেই তাই পুজোয় মেতে ওঠেন তিনি। অষ্টমীর দিন নিজের আবাসনের পুজোতে অঞ্জলি দেন মিমি সকলের হাতে স্যানিটাইজার দিয়ে নিজেই আবাসনের বাসিন্দাদের হাতে তুলে দেন ফুল।

আবাসনের পুজোর যোগাড়ের কাজেও সারাদিন নিজেকে রেখেছিলেন ব্যস্ত। অবসর সময়ে কখনও কখনও আবাসনের শিশুদের সঙ্গেও জমাটি আড্ডা দিতেও দেখা গেছে মিমিকে। পুজোর শেষ পর্বে দশমীর দিন শেয়ার করলেন দুর্দান্ত একটি ছবি, মা দুর্গার সামনে লাল পেড়ে সাদা শাড়িতে পুরো বাঙালিয়ানায় মুগ্ধ করলেন মিমি তাঁর ভক্তদের।