Devlina Kumar: মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, বিয়ের আসরের ছবি শেয়ার করলেন উত্তম কুমারের নাতবউ
দেবলীনা-গৌরবের বিয়ের আসরে মুখ্যমন্ত্রী, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২৯ জুলাই: ফের নিজের বিয়ের ছবি শেয়ার করলেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার (Devlina Kumar)। তবে এবারের ছবিটা একটু অন্যরকম। যেখানে দেবলীনা-গৌরবের বিয়ের আসরে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee )। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেবলীনা যখনই ওই ছবি শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, দেবলীনা এবং গৌরব (Gourab Chatterjee) বিয়ের আসরে বসার পর সেখানে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার দিয়ে দেবলীনা-গৌরবকে আশীর্বাদ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেবলীনা কুমার যখন ওই ছবি শেয়ার করেন, তা নিয়ে নেট নাগরিকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Aishwarya Rai: ডাব্বুর লেন্সে ঝড় তুললেন ঐশ্বর্য

 

View this post on Instagram

 

কেউ বলতে শুরু করেন, বিয়ের আসরে দেবলীনা এবং গৌরবকে কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী। আবার কেউ বলতে শুরু করেন, পরে দেবলীনা প্যাকেট খুলে কি দেখেছেন যে মুখ্যমন্ত্রী কী দিয়ে আশীর্বাদ করলেন তাঁদের। সবকিছু মিলিয়ে বিয়ের আসরে মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।