কলকাতা, ৩১ অগাস্ট: প্রথম বাংলার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দীর্ঘ কর্মজীবনে একাধিক চরাই উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন তিনি। বিরোধীদের তো বটেই দলের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন প্রণব মুখার্জি। তবে সবসময়ই সৌজন্যতার মাধ্যমে সবকিছুর মোকাবিলা করেছেন তিনি। দেশের কঠিন সময়ে রাজনীতির হাল নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। সর্বোচ্চ রাজনীতিক হিসেবে সকলের মাথার উপরে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি সবসময় কঠিন পরিস্থিতিতেও। ১৯৮০ সালে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি। তবে সাড়ে তিন দশকেরও বেশি সময় রাজনীতির মধ্যে নিজেকে জড়িয়ে রাখলেও প্রণববাবু ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড।
প্রণব মুখার্জির মৃত্যুতে শোকের ছায়া রাজনীতি থেকে বিনোদন জগতে। প্রণব মুখার্জির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেব।
My condolences to u Abhijitda..That’s a Huge loss to the entire Nation..Rest in Peace #PranabMukherjee Sir https://t.co/2DtfzGPKjK
— Dev (@idevadhikari) August 31, 2020
শোকপ্রকাশ মিমি চক্রবর্তীর। তিনি টুইটারে লেখেন, 'নি:সন্দেহে আজকের দিনটা আমাদের সকলের জন্যই অত্যন্ত দু:খের। দেশের প্রতি তাঁর অবদান কেউ ভুলবে না কখনও।'
Indeed a sad day for us to hear about the demise of our former President Mr.Pranab Mukherjee.He will be remembered for his contribution to the country forever.
My deepest condolences to his family.
May u rest in peace @POI13 #PranabMukherjee pic.twitter.com/Y6D3aq5rMX
— Mimssi (@mimichakraborty) August 31, 2020
'ভারতের রাজনীতির অপূরণীয় ক্ষতি', টুইট নুসরত জাহানের।
Deeply saddened by the news of passing away of Stalwart & Statesman Former President Shri Pranab Mukherjee. Indeed a great loss for Indian politics and India at large. #PranabMukherjee #RestInPeace 🙏 pic.twitter.com/fjVpEPkpyD
— Nusrat (@nusratchirps) August 31, 2020
'একটা যুগের অবসান', টুইট অভিনেতা টোটা রায় চৌধুরির।
End of an era...
A rare statesman who was loved across all party lines. A dependable politician whose kind of inclusiveness is extremely rare these days. And a 'Shikkhito Bhodrolok' to the core.
Farewell Sir. May your soul rest in peace. pic.twitter.com/mZdCJPpd0i
— Tota Roy Choudhury (@tota_rc) August 31, 2020
'পাঁচ দশকেরও বেশি সময় জনসাধারণের জন্য কাজ করে গেছেন তিনি', বিজেপি অভিনেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি
Deeply saddened to learn about the demise of Former President Shri #PranabMukherjee da. He lived a public life of over 5 decades, a legendary statesman. Big loss. Om Shanti. pic.twitter.com/esqFYQqJ58
— Locket Chatterjee (@me_locket) August 31, 2020