মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রণব মুখার্জি। Photo Source: Twitter

কলকাতা, ৩১ অগাস্ট: প্রথম বাংলার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দীর্ঘ কর্মজীবনে একাধিক চরাই উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন তিনি। বিরোধীদের তো বটেই দলের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন প্রণব মুখার্জি। তবে সবসময়ই সৌজন্যতার মাধ্যমে সবকিছুর মোকাবিলা করেছেন তিনি। দেশের কঠিন সময়ে রাজনীতির হাল নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। সর্বোচ্চ রাজনীতিক হিসেবে সকলের মাথার উপরে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি সবসময় কঠিন পরিস্থিতিতেও। ১৯৮০ সালে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি। তবে সাড়ে তিন দশকেরও বেশি সময় রাজনীতির মধ্যে নিজেকে জড়িয়ে রাখলেও প্রণববাবু ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড।

প্রণব মুখার্জির মৃত্যুতে শোকের ছায়া রাজনীতি থেকে বিনোদন জগতে। প্রণব মুখার্জির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেব।

শোকপ্রকাশ মিমি চক্রবর্তীর। তিনি টুইটারে লেখেন, 'নি:সন্দেহে আজকের দিনটা আমাদের সকলের জন্যই অত্যন্ত দু:খের। দেশের প্রতি তাঁর অবদান কেউ ভুলবে না কখনও।'

'ভারতের রাজনীতির অপূরণীয় ক্ষতি', টুইট নুসরত জাহানের।

'একটা যুগের অবসান', টুইট অভিনেতা টোটা রায় চৌধুরির।

'পাঁচ দশকেরও বেশি সময় জনসাধারণের জন্য কাজ করে গেছেন তিনি', বিজেপি অভিনেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি