কাজের সময় কত যত্ন, কত খাতির। আর কাজ ফোরালে! থাক, সেটা তো সবার জানা, সবার কাজ। এই একটা বিষয়কে 'দ্য স্টেপস' নামের শর্ট ফিল্মে দারুণভাবে তুলে ধরলেন পরিচালক মৃদুল পাল। নতুন পরিচালক মৃদুলের শর্ট ফিল্ম 'The Steps'-এ দেখানো হয়েছে ফেলে দেওয়া জুতোর কথা, রক্ত পায়ে হাঁটার কথা, পায়ে পায়ে প্রয়োজন-অপ্রয়োজনের কথা। কিন্তু এমন বিষয় নিয়ে শর্টফিল্ম কেন?

হাসিমুখে 'The Steps'-এর পরিচালক মৃদুল পাল জানালেন, "আসলে জীবন থেকেই এমন স্বল্প দৈর্ঘের ছবি তৈরির তাগিদ অনুভব করেছি। কোনও জিনিস অথবা মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলেই আমারা যেভাবে তাদের ব্রাত্য করে দিই। বিষয়টি নিয়ে ভাবার দরকার আছে। যাক আর বেশী কিছু বলব না। বেশী সময় লাগবে না। দ্য স্টেপস দেখে আপনার বলুন আমার কথাটা ঠিক না ভুল।" আরও পড়ুন-যুদ্ধমুখী ইজরায়েল থেকে নিরাপদে দেশে ফিরলেন নুসরত, চোখেমুখে আতঙ্ক

আগামী ১৪ অক্টোবর, মহালয়ায় ছবিটি ই-ফিল্ম জোনে মুক্তি পেতে চলেছে। ১১ মিনিটের ছোট এই সিনেমাটি বিদেশের কিছু চলচ্চিত্র উতসবে প্রদর্শিত হয়েছে বলে দাবি নির্মাতাদের।