Babul Supriyo (Photo Credit: Instagram)

দীর্ঘ ১৪ বছর পরে ফের রুপোলী পর্দায় নায়কের ভূমিকায় বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। হ্যাঁ তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর প্রয়োজনায় একটি মেগা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে  প্রাক্তন বিজেপি সাংসদকে। তাঁর বিপরীতে থাকছেন "সাঁঝের বাতি" খ্যাত চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়।  দু'জনের লুক টেস্ট হয়ে গেছে ইতিমধ্যেই। তিনি বাবুল সুপ্রিয়র বিপরীতে অভিনয় করচেন, তা নিজের মুখেই জানিয়েছেন দেবচন্দ্রিমা। ৫১ বছরের বাবুলের সঙ্গে তরুণী দেবচন্দ্রিমার প্রেম। মূলত অসম বয়সী প্রেম নিয়েই তৈরি মেগার  প্রেক্ষাপট। তবে পরিচালনার দায়িত্বে কে থাকছেন এখনও জানা যায়নি। মেগাতে বাবুলকে গান গাইতেও দেখা যাবে। সেই দায়িত্ব সুরকার জিৎ গাঙ্গুলিকে দিয়েছেন রাজ। আরও পড়ুন-Yohani Diloka de Silva: মুম্বইতে 'মানিকে মাগে হিতে'-র ইওহানি ডি'সিলভা, দেখুন ছবি

এর আগে ২০০৭ সালে তরুণ মজমদারের পরিচালনায় "চাঁদের বাড়ি" ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর বিপরীতে ছিলেন ঋতুপর্ণা  সেনগুপ্ত। ১৪বছর পরে ফের নায়ক তবে এবার ছোট পর্দায়। মাঝে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের দুটি ছবিতে ছোট্ট ভূমিকায় অভিনয়ও করেছেন বাবুল।  তবে নায়কের চরিত্রে এক যুগেরও বেশি সময় পরে ফিরছেন। মাঝে সংগীত শিল্পী বাবুল, রাজনীতিক বাবুলকে দেখেছে গোটা দেশ। এবার ফের সেলুলয়েডে চমকের পালা।

বাবুল সুপ্রিয়কে নিয়ে মুখ খুলতে নারাজ দেবচন্দ্রিমা সিংহ রায় বলেছেন, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে তাঁদের মধ্যে।