Aindrila Sharma (Photo Credit: Facebook)

কলকাতা, ২৪ নভেম্বর:  ঐন্দ্রিলার (Aindrila Sharma) মৃত্যুর পর 'বুনুর' একের পর এক ভিডিয়ো শেয়ার করছেন ঐশ্বর্য শর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঐন্দ্রিলার দিদি বোনের ভিডিয়ো শেয়ার করে কার্যত স্মৃতিমেদুর হয়ে পড়ছেন। শারীরিক জটিলতা, প্রতিবন্ধকতার সঙ্গে প্রতি পদে লড়াই করেও ঐন্দ্রিলা কতটা প্রাণচঞ্চল ছিলেন, জীবনীশক্তিতে ভরপুর ছিলেন, সেই কথাই বার বার উঠে আসছে। ঐন্দ্রিলার দিদি এবার অভিনেত্রীর জন্মদিনের একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে পাশে নিয়ে জন্মদিন উজ্জাপন করতে দেখা যায় হাসিখুশি ঐন্দ্রিলাকে।

আরও পড়ুন:  Aindrila Sharma: 'শক্তি ,সাহস ,যুদ্ধ, জয়ের আর এক নাম...', ঐন্দ্রিলার দিদির স্মৃতিতে শুধুই তাঁর 'বুনু'

২৪ বছর বয়সে দু দুবার ক্যানসারের মত মারণ রোগের সঙ্গে লড়াই করেও ঐন্দ্রিলা ফিরে আসেন। জীবনীশক্তিতে ভরপুর হয়ে শুরু করেন কাজ। তবে শেষরক্ষা হয়নি। সবার সব প্রার্থনাকে বিফল করে দিয়ে প্রথমে ব্রেন স্ট্রোক এবং পরে একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঐন্দ্রিলা।

অভিনেত্রীর মৃত্যুর পর গোটা টলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষের এত প্রার্থনা সত্ত্বেও শেষ পর্যন্ত আর পিরলেন না ঐন্দ্রিলা শর্মা। রবিবার যে খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়ে অভিনেত্রীর অসংখ্য গুণমুগ্ধ।