কলকাতা, ১৮ সেপ্টম্বর: বিয়ে করলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)? 'ভালবাসার' মানুষের সিঁথিতে সিদূঁর পরিয়ে তাঁকে 'আপন' করে নিলেন যশ? কি অবাক লাগছে শুনে? তাহলে দেখুন এই ছবি....
(ছবি স্যান্ডি সাহার ফেসবুক ভিডিয়ো থেকে নেওয়া)
স্যান্ডি সাহার সঙ্গে যশ দাশগুপ্তের বন্ধুত্বের কথা প্রায় প্রত্যেকেরই জানা৷ সেই অনুযায়ী, সম্প্রতি স্যান্ডি যশের হাতে কমলা রঙ তুলে দেন৷ এরপর মহাব্বতের গান চালিয়ে, স্যান্ডি এবং যশ ক্যামেরার সামনে অভিনয় করেন৷ যেখানে স্যান্ডিকে কমলা রঙের সিদুঁর যশ পরিয়ে দিয়েছেন বলে জানান জনপ্রিয় ইউটিউবার৷
আরও পড়ুন: Nusrat-এর সন্তানের বাবা কে, প্রকাশ্যে জন্ম শংসাপত্র
ওই ভিডিয়োতে স্যান্ডিকে (Sandy Saha) ক্যাপশনও যোগ করতে দেখা যায়৷ যেখানে স্যান্ডি বলেন, তাঁদের হিন্দু মতে বিয়ে হল৷ এবার থেকে তিনি ইয়াশ পত্নী৷ যদিও পুরো ভিডিয়ো শ্যুট করা হয় মজার ছলে৷
প্রসঙ্গত এর আগে বান্ধবীর নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে স্যান্ডির বাড়িতে আমন্ত্রিত হয়ে হাজির হয় যশ দাশগুপ্ত৷ সেদিনও স্যান্ডি মজার ছলে নুসরতের সামনে যশকে ভালবাসার প্রস্তাব দেন৷